- Home
- Sports
- Cricket
- Match Prediction- এবার লড়াই গোলাপী বলে, বিরাটের আগ্রাসন, না 'কুল' রুট, কে করবে বাজিমাত
Match Prediction- এবার লড়াই গোলাপী বলে, বিরাটের আগ্রাসন, না 'কুল' রুট, কে করবে বাজিমাত
- FB
- TW
- Linkdin
প্রথম টেস্টে লজ্জার হার। দ্বিতীয় টেস্টে দুরন্তভাবে প্রত্যাবর্তন করে ৩১৭ রানে জয়। ১-১ সমতা নিয়ে বুধবার বিশ্বের সবথেকে বড় স্টেডিয়াম নব নির্মিত মোতেরাতে শুরু হতে চলেছে তৃতীয় টেস্ট। ভারতের মাটিতে এটিই হতে চলেছে দ্বিতীয় দিন-রাতের পিঙ্ক বল টেস্ট।
তাই প্রথমে ঘাস থাকলেও. তা ম্য়াচের আগে অনেকটাই ছেটে টার্নি ট্র্যাক দেওযার সম্ভাবনাই বেশি বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে এস জির গোলাপি বলে প্রথমদিকে সুইং হবে। দিনের আলো ফুরিয়ে ফ্লাড লাইট জ্বলে ওঠার প্রথম চল্লিশ মিনিট ব্যাটসম্যানদের সাবধান থাকতে হবে। কারণ এই সময় গোলাপি বল একটু বেশি সুইং করে। রিভার্স সুইংও দেখা যায় এই সময়।
অপরদিকে, দ্বিতীয় ম্যাচের হার থেকে শিক্ষা নিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া ইংল্যান্ড দলও। গোলাপী বলে যে তাদের জেতার সম্ভাবনা রয়েছে তা স্বিকার ররে নিয়েছে ইংল্য়ান্ড পেসাররা। জোফ্রা আর্চার তো সিরিজ জেতারও হুঙ্কার ছেড়েছেন।
তৈরি হচ্ছেন জো রুটের দলের ব্যাটসম্য়ানরা। চেন্নাইয়ে দ্বিতীয় টেস্টে টার্নিং ট্র্যাকে অসহায় আত্ম সমর্পন করেছে ইংল্যান্ড ব্যাটসম্যান। টার্নিং ট্র্যাক হলে, চেন্নাইয়ে দ্বিতীয় টেস্ট থেকে শিক্ষা নিয়ে নিজেদের ভুল ত্রুটি শুধরে মোতেয়ার চেন্না ছন্দে ফিরতে মরিয়া ব্রিটিশ ব্যাটসম্য়ানরা।
তবে ক্রিকেট বিশেষজ্ঞরা মনে করছেন, শেষ পর্যন্ত মোতেরাতে টার্নিং ট্র্যাকই পাবে ভারতীয় দল। তবে টার্নিং ট্র্যাক হলেও, গোলাপী বলে বাড়তি সুবিধা পাবে পেস বোলাররা। ম্য়াচ হাড্ডাহাড্ডি হলেও, ঘরের মাঠে বিরাটের দলের পরিসংখ্যানের নিরিখে ভারতীয় দলকেই কিছুটা এগিয়ে রাখছেন ক্রিকেচ বিশেষজ্ঞরা।