- Home
- Sports
- Cricket
- Match Prediction- ঘরের মাঠে ফেভারিট টিম ইন্ডিয়া, অঘটন ঘটাতে প্রস্তুত রুট বাহিনী, কে করবে বাজিমাত
Match Prediction- ঘরের মাঠে ফেভারিট টিম ইন্ডিয়া, অঘটন ঘটাতে প্রস্তুত রুট বাহিনী, কে করবে বাজিমাত
- FB
- TW
- Linkdin
অস্ট্রেলিয়া সফরে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে সিরিজ জিতে ইতিহাস রচনা করেছিলেন অধিনায়ক অজিঙ্কে রাহানে ও তরুণ টিম ইন্ডিয়া। বিশ্ব জুড়ে সমাদৃত হয়েছিল সেই ইনিংস।
এই সিরিজ থেকেই পিতৃত্বকালীন ছুটি কাটিয়ে ফের একবার অধিনায়কত্বের ব্যাটন হাতে নিতে চলেছে বিরাট কোহলি। বিরাট থাকলে তার কাজ কিছুটা সোজা হয় বলে ইতিমধ্যেই জানিয়েছেন অজিঙ্কে রাহানে।
ঘরের মাঠে বরাবরই ফেভারিট ভারতীয় ক্রিকেট দল। এখনও ঘরের মাঠে কোনও টেস্ট সিরিজ হারেনি অধিনায়ক বিরাট কোহলি। সেই ধারা বজায় রাখতে চাইবেন কিং কোহলি।
অরপরদিকে শ্রীলঙ্কার মাটিতে হোম টিমকে হোয়াইট ওয়াশ করে ভারত সফরে এসেছে ইংল্যান্ড দল। তাই সফর কঠিন হলেও বালো ফলের বিষয়ে আত্মবিশ্বাসী জো রুট ব্রিগেড।
ভারতের মাটিতে স্পিন মোকাবিলা করার জন্য় যে তারা প্রস্তুত তাও জানিয়েও দিয়েছেন জো রুট , বেন স্টোকসরা। দলে মঈন আলিকে নিয়ে মোট তিন জন স্পিনার নিয়ে এসেছে ইংল্যান্ড দলও।
পাশাপাশি ভারতের মন্থর উইকেটে পেস বোলিংয়ে কীভাবে বিরাট-রোহিতদের সমস্যা ফেলা যায় সেই ছকও কষে রেখেছেন অ্যান্ডারসন, আর্চার, স্টুয়ার্ট ব্রডরা।
ভারতের হয়ে যদি দুই পেসার নিয়ে খেলে সেক্ষেত্র দলে জায়গা পাকা জসপ্রীত বুমরার। অপরদিকে দ্বিতীয় বোলার হিসেবে দলে ঢোকার লড়াই ইশান্ত শর্মা ও মহম্মদ সিরাজের মধ্যে।
হাড্ডাহাড্ডি লড়াই হলেও চেন্নাইয়ের স্পিন সহায়ক উইকেটে ভারতীয় দলকেই এগিয়ে রাখছে ক্রিকেট বিশেষজ্ঞরা। তবে যেই দল টস জিতে প্রথম ব্যাটিং করবে তারা কিছুটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে বলেই মত ক্রিকেট বিশেষজ্ঞদের।