- Home
- Sports
- Cricket
- রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, চিনে নিন তারকা ভারতীয় ক্রিকেটারের সুপার হট মেয়েকে
রূপ ও যৌবনের আগুনে উড়বে রাতের ঘুম, চিনে নিন তারকা ভারতীয় ক্রিকেটারের সুপার হট মেয়েকে
- FB
- TW
- Linkdin
বাবা নভজ্যোৎ সিংহ সিধু ভারতীয় দলের প্রাক্তন তারকা ক্রিকেটার। রাজনীতির ময়দানেও যথোষ্ট খ্যাতি রয়েছে তার। তবে বাবার জনপ্রিয়তাকেও অনেকাংশে টেক্কা দিচ্ছেন বর্তমানে নভজ্যোৎ সিংহ সিধুর মেয়ে রাবিয়া সিধু। রাবিয়া অত্যন্ত জনপ্রিয় একজন ফ্যাশন ডিজাইনার ৷ তিনি সিঙ্গাপুরে ল্য়াসালে কলেজ অফ আর্টস থেকে ফ্যাশন ডিজাইনিং নিয়ে লেখাপড়া করেছেন ৷ তারপরে লন্ডন থেকে ফ্যাশন ডিজাইনিং-এ স্নাতকোত্তর পাশ করেছেন ৷
বাবা নভজ্যোৎ সিংহ সিধু ক্রিকেটার হসেবে ২২ গজে ব্য়াট হাতে যথেষ্ট খ্যাতি অর্জন করেছেন। তবে রাজনীতির ময়দানে বারবার বিতর্কে জড়িয়েছেন সিধু। সম্প্রতি পঞ্জাব বিধানসভা নির্বাচনের কংগ্রেসের টিকিটে নির্বাচনে লড়েছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। প্রদেশ কংগ্রেস সভাপতি হওয়ায় সিধুকে যেতে হয়েছিল নানা জায়গায় প্রচারে। সেউ জায়গায় বাবার কেন্দ্রে দায়িত্ব নিয়ে প্রচার সামলেছিলেন সিধুর মেয়ে রাবিয়া। বাবার হারে হতাশও হয়েছিলেন তিনি।
রাবিয়া সিধু দেখতে খুবই সুন্দরী। তার হট অ্যান্ড সেক্সি লুকস সকলকে কাবু করে। সোশ্য়াল মিডিয়ায় খুবই সক্রিয় নভজ্যোৎ সিংহ সিধু কন্য়া। নিজের ঘন ঘন ছবিও আপলোড করেন তিনি। সোশ্য়াল মিডিয়াতে রাবিয়া সিধুর ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও আকাশ ছোঁয়া। রাবিয়া ছবি শেয়ার করার সঙ্গে তার নেট দুনিয়ায় ঝড় তুলতে বেশি সময় লাগে না। সেই ছবিগুলিতে লাইক ও কমেন্টের ঝড় বয়ে যায়।
ছোট বেলা থেকেই পড়াশোনার প্রতি মনোযোগী ছিলেন রাবিয়া। ঘরে ক্রিকেটের পরিবেশ থাকায় ক্রিকেট দেখতে পছন্দ করতেন তিনি। পঞ্জাবের ইয়াদবিন্দ্রা পাবলিক স্কুল থেকে লেখাপড়া শুরু করেন রাবিয়া৷ সেখানে লেখা পড়া শেষ করার পরে দিল্লিতে নিজের বাকি লেখা পড়ে শেষ করেছিলেন ৷ তারপর ফ্যাশন ডিজাইনিংয়ের প্রতি আকৃষ্ট হন তিনি। এবং ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছিলেন।
রাবিয়া সিধু বর্তমানে বেশিরভাগ সময় দিল্লিতেই থাকেন। ব্যক্তিগত জীবনে বিন্দাস মুডে থাকতে পছন্দ করেন রাবিয়া। বন্ধুদের সঙ্গে পার্টি করতে খুবই পছন্দ করেন তিনি। আসলে বন্ধুদের সঙ্গে মজা করতে তিনি বেশ পছন্দ করেন। তাঁর পার্টির ছবি মাঝেমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সামনে আসে। যেই ছবিগুলিতেও নেট দুনিয়ায় ঝড় বয়ে যায়। সকলেই খুব পছন্দ করেন। লাইক ও কমেন্টে ভরে যায় রাবিয়া সিধুর পার্টি মুডের ছিব।
আকর্ষণীয় ও গ্ল্যামারাস ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছেন প্রাক্তন ক্রিকেটার নভজ্যোত সিংহ সিধুর মেয়ে রাবিয়া সিধু। রাবিয়া সিধুর ছবিগুলি কোনও মডেলের থেকে কোনও অংশে কম নয় ৷ বলিউড সুন্দরীদেরও হার মানাবে রাবিয়ার লুকস ও স্টাইল স্টেটমেন্ট। সোশ্যাল মিডিয়ায় রাবিয়া সিধুর ফ্যানেরা তার ছবি জন্য রীতিমত অপেক্ষায় বসে থাকেন। আর ফ্য়ানেদের নিরাশও করেন না রাবিয়া।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একের পর এক ছবি শেয়ার করেন রাবিয়া, যেখানে বেশ খোলামেলা পোশাকেই দেখা যায় তাঁকে। রাবিয়া সিধু কি শিগগিরই বি টাউনে পা রাখছেন, তা নিয়েও চর্চা শুরু হয়। যদিও রাবিয়া সিধু এখনও পর্যন্ত এ বিষয়ে মুখ খোলেননি। তবে প্রাক্তন ক্রিকেটার তথা কংগ্রেস নেতা নভজ্যোত সিং সিধুর মেয়ে রাবিয়া সিধু যে ইনস্টাগ্রামে তাঁর গ্ল্যামারাস অবতার শেয়ার করতে শুরু করেছেন, তা বেশ স্পষ্ট।
গত পঞ্জাব বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়েছিলেন সিধু। কংগ্রেস নেতা বাবার হয়ে মেয়ে রাবিয়া সিধুও নির্বাচনী মাঠে নেমেছিলেন। যদিও তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি, তবে তার বাবা নভজ্যোত সিং সিধুকে জয়ী করতে অমৃতসর পূর্ব আসনে প্রচার করেছিলেন। রাবিয়া বলেছিলেন যে, তার বাবা জয়ী না হওয়া পর্যন্ত তিনি বিয়ে করবেন না। যদিও সিধু হেরে যাওয়ার পর সেই বিষয়ে কিছু জানাননি তিনি। তনে নেটাগরকিরদের মনে রাজ করেন রাবিয়া।