কালো মুরগির ব্যবসার পর এবার গরু উৎপাদন করছেন ধোনি, কারণটা কি
First Published Dec 8, 2020, 7:25 PM IST
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর আইপিএল ভালো যায়নি ধোনির। কেরিয়ারের সব থেকে খারাপ আইপিএলের সাক্ষী থেকেছেন এমএসডি। কিন্তু অপরদিকে ব্যক্তিগত জীবনে একের পর এক চমক দিচ্ছেন ধোনি। দিন কয়েক আগেই জানা গিয়েছিল কালো মুরগির ব্যবসা করবেন ধোনি। এবার ধোনি তৈর করছেন উন্নতি প্রজাতির গরু।

একসময় ২২ গজে ব্যাট হাতে ঝড় তোলা ধোনি, নিজের মগজাস্ত্রের মাধ্যমে বিপক্ষকে মাত দিতে ধোনি। কিন্তু অবসরের পর সম্প্রতি কড়কনাথ মুরগির ব্যবসায় নামার সিদ্ধৈান্ত নিয়ে সকলকে চমকে দিয়েছিলেন তিনি।

তাঁর রাঁচির ফার্ম হাউজের জন্য মধ্যপ্রদেশ থেকে অর্ডার দিয়েছেন ২ হাজার কড়কনাথ চিকেন। ১৫ ডিসেম্বরের আগে ২ হাজার কড়কনাথ চিকেন রাঁচির ফার্ম হাউজে ডেলিভারি করার কথা রয়েছে তাঁর।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন