এ যেন হারানো যৌবন ফিরে পাওয়া, আইপিএল ২০২১-এর আগে নতুন লুকে ধোনি, দেখুন ভাইরাল ছবি
| Published : Jan 26 2021, 06:01 PM IST
এ যেন হারানো যৌবন ফিরে পাওয়া, আইপিএল ২০২১-এর আগে নতুন লুকে ধোনি, দেখুন ভাইরাল ছবি
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
নিজের লুকস নিয়ে বরাবরই খুব সচেতন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তা তার ক্রিকেট কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত সকলেই দেখেছেন। নানা সময়ে নানা লুকে ধরা দিয়েছেন ধোনি।
210
লকডাউনের সময় সাদা দাড়ির বৃদ্ধ ধোনিকে দেখে অবাক হয়েছিলেন সকলে। আইপিএলের সময় আবার দাড়ি থাকলেও তা ছিল কালো ও স্টাইলিশ।
310
তবে ২০২১ আইপিএলের আগে সম্পূর্ণ নতুন লুকে ধরা দিলেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক।
410
মুম্বইয়ে একটি বিজ্ঞাপনের শুটিং করতে হাজির হয়েছিলেন ধোনি। সেখানেই তাঁর নতুন ‘লুক’ ধরা পড়েছে।
510
সেই নতুন লুকে দেখা যাচ্ছে নিজের প্রিয় দাড়ি আর নেই ধোনির। রয়েছে একেবারে হালকা দাড়ি।
610
ধোনির এই নতুন অবতার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন ধোনির ফ্যানেরা। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
710
আর ধোনির নতুন লুক শোরগোল ফেলে দেওয়ার যথেষ্ট কারণও রয়েছে। কারণ নতুন লুকে যেন যৌবন ফিরে পেয়েছে মাহি।
810
নতুন লুকে আগের থেকে অনেক বেশি তরুণ দেখাচ্ছে ধোনিকে। সঙ্গে সেই মিষ্টি হাসি পাগল করেছে তরুণিদেরও।
910
বিজ্ঞাপনের শুটিংয়ের সময় একাধিক ছবি তুলেছেন ধোনি, সেই সকল ছবিতেই ধরা পড়েছে ধোনির নতুন ড্যাশিং লুক।
1010
গত আইপিএল খুব একটা ভালো যায়নি, ২০২১ সালে আইপিএলে নতুন লুকে ফের ধোনি মাঠ কাপাবেন বলেই আশা করছেন মাহি ভক্তরা।