- Home
- Sports
- Cricket
- Most educated cricketer- কুম্বলে, শ্রীনাথ,সৌরভ নয়, এই পেসার ভারতের সবথেকে শিক্ষিত ক্রিকেটার
Most educated cricketer- কুম্বলে, শ্রীনাথ,সৌরভ নয়, এই পেসার ভারতের সবথেকে শিক্ষিত ক্রিকেটার
- FB
- TW
- Linkdin
ভারতীয় ক্রিকেট দলে সুযোগ পাওয়ার পর সকলেরই স্বপ্ন থাকে ব্যাটসম্যান হলে সৌরভ, সচিন, কোহলি হওয়ার, বোলার হলে কপিল দেব, অবিল কুম্বলে হওয়ার। সফল বোলার হওয়ার স্বপ্ন দেখেছিলেন আভিশকর সালভিও।
আভিশকর সালভি নামটার সঙ্গে বর্তমানে অনেকেই অপরিচিত। কিন্তু দীর্ঘ দিন ঘরোয়া ক্রিকেট খেলার পাশাপাশি ভারতীয় দলের জার্সি গায়েও অভিষেক হয়েছিল তার। কিন্তু তার কেরিয়ার বেশিদূর এগোয়নি।
ঘরোয়া ক্রিকেটে মুম্বই দলের হয়ে বেশ কিচু ম্যাচ খেলেছিলেন আভিশকর সালভি। ডান হাতি মিডিয়াম পেসার ঘরোয়া ক্রিকেটে যথেষ্ট নামও করেছিলেন। মুম্বইকেসঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্য়াচ উইনিং পারফরমেন্সও দিয়েছিলেন।
সেই সুবাদেই টিম ইন্ডিয়ার জার্সি পড়ার সুযোগ পান আভিশকর সালভি। ভারতের হয়ে অভিষেক ম্যাচ খেলেন বাংলাদেশের বিপক্ষে। আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র চারটি ওডিআই ম্যাচ খেলেছেন আভিশকর সালভি। নিয়েছিলেন ২টি উইকেট।
কিন্তু চোটের কারণে তার কেরিয়ার বেশি দীর্ঘায়িত হয়নি। একের পর এক চোট তার কেরিয়ারকে গ্রাস করে। তা কাটিয়ে ওঠার চেষ্টা করলেও,চোট তার পিছু ছাড়েনি। ফলে আন্তর্জাতিকর ক্রিকেটের আঙিনায় আর ফেরা হয়নি এই ডান হাতি মিডিয়াম পেসারের।
কিন্তু ক্রিকেটকে বিদায় জানানোর পরেও অনেকদিন পর্যন্ত যুক্ত ছিলেন ক্রিকেট আঙিনায়। তিনি ২০০৯ সালে আইপিএলে দিল্লি ক্যাপিটালস শিবিরে যোগদান করেছিলেন। তবে আইপিএলেও তার ভাগ্য খুব একটা সাথ দেয়নি।
ক্রিকেটের জগতে নাম অর্জন না করতে পারলেও, আভিশকর সালভির শিক্ষাগত যোগ্যতা কিন্তু সত্যিই হিংসা করার মত। ২২ গজে না হোক, বিজ্ঞান জগতে কিন্তু যথেষ্ট প্রতিপত্তি রয়েছে তার। তার মত ডিগ্রি অনেক ক্রিকেটারের নেই।
ভারতীয় দলের শিক্ষিত ক্রিকেটার নাম উঠলেই উঠে আসে অনিল কুম্বলে, জাভাগাল শ্রীনাথ, ভিভিএস লক্ষ্মণ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম। কিন্তু অনেকেরই অজানা আভিশকর সালভি অ্যাস্ট্রোফিজিক্সে পিএইচডি সম্পন্ন করেছেন।
আভিশকর সালভিকে বলা হয় ভারতীয় ক্রিকেটের সবথেকে শিক্ষিত ক্রিকেটার। কারণ, অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে যাঁরা পড়াশোনা করেন তাঁরা নাসা বা ইসরো-র হয়ে কাজ করেন। তবে তাঁর এইদিকটা চাপা থেকে গেছে আভিশকর সালভির।
ফলে ক্রিকেট জগতে নাম করতে পারলেও, ক্রিকেটের পাশাপাশি এমন উচ্চশিক্ষিত হওয়াটা কিন্তু মুখের কথা নয়। দুটি বিষয় একসঙ্গে চালিয়ে যাওয়ার ক্ষমতা খুব কম লোকেরই থাকে। সেই কাজটাই করে দেখিয়েছেন আভিশকর সালভি।