লিডস টেস্টে ভারতীয় দলে থাকতে পারে একাধক চমক, দেখে নিন টিম ইন্ডিয়ার সম্ভাব্য একাদশ
- FB
- TW
- Linkdin
ইংল্যান্ডের মাটিতে প্রথম দুই টেস্টে ওপেনিং জুটিতে ভারতীয় দলকে ভরসা দিয়েছেন 'হিটম্যান' রোহিত শর্মা। যার ফলে ওপেনিং নিয়ে চিন্তা কমেছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। লিডস টেস্টেও রোহিত শর্মার জায়গা নিয়ে কোনও সন্দেহ নেই।
কেএল রাহুলও ইংল্যান্ড সফরে অনবদ্য ব্যাটিং করছেন ওপেনিংয়ে। প্রথম টেস্টে অর্ধশতরানের পর লর্ডস টেস্টে সেঞ্চুরি করে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাহুল। লিডসেও রাহুলের ব্যাটে রানের অপেক্ষায় ভারতীয় সমর্থকরা।
ভারতীয় মিডল অর্ডারের স্তম্ভ তিনি। ব্যাটে দীর্ঘ দিন ধরে রানের খরা থাকলেও, লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে রানে ফেরার ইঙ্গিত দিয়েছেন পুজারা। তবে লিডস টেস্টে ভারতীয় দলে থাকতে পারে চমক। পুজারার জায়গায় সূর্যকুমার যাদবকে সুযোগ দেওয়ার জল্পনাও শোনা যাচ্ছে। সেক্ষেত্রে অভিষেক হতে পারে সূর্যকুমারের।
লর্ডস টেস্টে ভারতীয় দলের জয়ে খুশি বিরাট কোহলি। কিন্তু তার ব্যাটে রানের খরা এখনও অব্যাহত। যা নিয়ে সমালোচনা চলছে সর্বত্র। ফলে তৃতীয় টেস্টে রানে ফেরার জন্য মুখিয়ে রয়েছেন ভারত অধিনায়ক।
ব্য়াটে রানের খরা নিয়ে চিন্তিত ছিল ভারতীয় টেস্ট দলে বিরাট কোহলির ডেপুটি অজিঙ্কে রাহানে। তবে লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসে অর্ধশতরান করে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন রাহানে। ফলে তৃতীয় টেস্টেও বড় রান করে সমালোচকদের আরও একবার জবাব দেওয়ার অপেক্ষায় জিঙ্কস।
ইংল্যান্ডের বিরুদ্ধে ভালো শুরু করেও বড় রান করতে ব্যর্থ হচ্ছেন ঋষভ পন্থ। বেশি আক্রমণাত্মক খেলতে গিয়ে উইকেট উপহার দিয়ে আসেন ভারতীয় উইকেট রক্ষক। পন্থও মুখিয়ে রয়েছেন বড় ইনিংস খেলার জন্য।
লিডসে ভারতীয় স্পিন বোলিং বিভাগে রদবদল হওয়ার সম্ভাবনা প্রবল। কারণ ব্যাট হাতে রান পেলেও বোলার জাদেজা প্রথম দুটি টেস্টে দাগ কাটতে পারেনি। কিন্তু অশ্বিন ইংল্যান্ডের ভারত সফরের সময় সবথেকে সফল বোলার ছিলেন। কিন্তু দুটি ম্য়াচে দলের বাইরে ছিলেন তিনি। তাই তৃতীয় টেস্টে অশ্বিনের দলে ফেরার সম্ভাবনা।
ভারতীয় পেস অ্যাটাক এই মুহূর্তের বিশ্ব সেরা। সেই অ্যাটাকের অন্যতম সেরা অস্ত্র হলেন মহম্মদ শামি। প্রথম ও দ্বিতীয় টেস্টেও মহম্মদ শামি আগুন ঝড়িয়েছেন। তাকে সামলাতে হিমসিম খেয়েছে ব্রিটিশ ব্য়াটসম্যানরা। তৃতীয় টেস্টের জন্য প্রস্তুত শামি।
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৪ উইকেট ও দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে জ্বলে উঠেছিলেন জসপ্রীত বুমরা। লর্ডস টেস্টের দ্বিতীয় ইনিংসেও ৩ উইকেট নিয়েছিলেন বুমরা।
প্রথম টেস্টে ৩ উইকেট, লর্ডসে আট উইকেট নিয়ে ভারতীয় দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মহম্মদ সিরাজ। সিরাজের সুইং সামলাতে যথেষ্ট বেগ পেতে হয়েছে ইংল্যান্ড ব্যাটসম্যানদের। তৃতীয় টেস্টেও মুখিয়ে রয়েছেন সিরাজ।
চোটের জন্য প্রথম টেস্টে খেলতে পারেননি ইশান্ত শর্মা। দ্বিতীয় টেস্টে দলে ফিরেই ৫ উইকেট নিয়েছেন ইশান্ত। তৃতীয় টেস্টেও ভালো ফল করার জন্য মরিয়া হয়ে রয়েছেন ভারতীয় স্পিড স্টার।