- Home
- Sports
- Cricket
- কার ব্যাটিং দেখে হয় 'হার্ট অ্যাটাক', চোখে জল নিয়ে জয়ের পর ড্রেসিং রুমে জানালেন রবি শাস্ত্রী
কার ব্যাটিং দেখে হয় 'হার্ট অ্যাটাক', চোখে জল নিয়ে জয়ের পর ড্রেসিং রুমে জানালেন রবি শাস্ত্রী
- FB
- TW
- Linkdin
জয়ের পর ড্রেসিং রুমে গিয়ে শাস্ত্রী বলেন, যে সাহস, যে জেদ, যে দৃঢ়তা তোমরা দেখিয়েছ, তা অভাবনীয়। সিরিজে তোমরা একবারও দমে যাওনি। ৩৬ রানে অলআউটের পর নিজেদের যে বিশ্বাস ধরে রেখেছ, তা দুর্দান্ত।
এছাড়াও ভারতীয়র দলের এই পারফরমেন্স যে বিশ্ব জুড়ে সমাদৃত হচ্ছে সেই কথাও বলেছেন রবি শাস্ত্রী। তিনি বলেন, ৩৬ রানে অলআউট হওয়ার পর যেবভাবে তোমরা ঘুড়ে দাঁড়িয়েছো, আত্মবিশ্বাস দেখিয়েছো তা অনবদ্য। শুধু ভারত নয়, আজ সারা বিশ্ব দাঁড়িয়ে তোমাদের স্যালুট করবে।
এই সিরিজে চোটের কারণে একের পর এক তারকা প্লেয়ার ছিটকে যাওয়ার পরও, তরুণ প্লেয়াররা যেভাবে তাদের অভাব বুঝতে না দিয়ে অবিশ্বাস্য পারফরমেন্স করেছে, তাদের সকলকেই কুর্ণিশ জানিয়েছেন শাস্ত্রী।
মেলবোর্নে ভারতের হয়ে টেস্টে অভিষেকের পর গাব্বায় দ্বিতীয় ইনিংসে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন শুভমন গিল। ন'রানের জন্য টেস্টে প্রথম শতরান হাতছাড়া হলেও তিনিই ভারতের মধ্যে জয়ের বিশ্বাসটা জিইয়ে রেখেছিলেন। সেজন্য বিশেষভাবে শাস্ত্রীর বাহবা কুড়োন শুভমন।
শাস্ত্রীর প্রশংসার তালিকা থেকে বাদ যাননি চেতশ্বর পুজারা। যিনি প্যাট কামিন্স, জোস হেজেলউডদের আগুনে বোলিং সামলেছেন। ১৪ বার শরীরে লেগেছে বল। তারপরও লড়াই ছাড়েননি। শেষপর্যন্ত ২১১ বলে করেন ৫৬ রান। পুজারাকে যোদ্ধা বলেও আখ্যা দেন ভারতীয় কোচ।
এই সিরিজ জয়ের পেছনে পন্থের ভূমিকাও কম নয়। তার কারাপ উইকেট কিপিংয়ের জন্য অনেক সমালোচনার সম্মুখীন হতে হয়েছে পন্থকে। তবে যেভাবে পন্থ ব্যাট করে দলকে জিতিয়েছেন পন্থের প্রশংসায় শাস্ত্রী বলেন, ‘ঋষভ, এককথায় অসাধারণ। তুমি যখন ব্যাটিং কর, তথন আমার ও অনেকের হৃদরোগে আক্রান্ত হওয়ার মত অবস্থা হয়। তবে তুমি অনবদ্য’।
অধিনায়ক অজিঙ্কে রাহানেরও ভূয়সী প্রশংসা করেছেন কোচ রবি শাস্ত্রী। বিরাট দেশে ফেরার পর যেভাবে দলকে নেতৃত্ব দিয়েছেন রাহানে তা অতুলনীয় বলেই জানিয়েছেন রবি শাস্ত্রী। একজন আদর্শ অধিনায়কের সমস্ত গুণাবলী রাহানে দেখিয়েছে বলে মত ভারতীয় কোচের।
এছাড়াও ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ সিরাজ, টি নটরাজনদের ভূমিকারও প্রশংসা করেছেন শাস্ত্রী। তারা যেভাবে লড়াই করেছে তার কোনও তুলনা হয়না বলেই জানিয়েছেন ভারতীয় কোচ।
এছাড়াও দলের ফিজিও, তাদের অবদানের কথাও স্বীকার করেছেন রবি শাস্ত্রী। এই সিরিজ তাদের কাছে একচা বিশাল চ্যালেঞ্জ ছিল। যেভাবে একের পর এক প্লেয়ারার চোটের শিকার হয়েছে, তাদের চিকিৎসা থেকে দলের ফিটনেস বজায় রাখা, সব কিছুর জন্যই ফিজিওরা এই সিরিজের অন্যতম নায়ক বলে জানিয়েছেন শাস্ত্রী।
শেষে এই মুহূর্তটা সকলকে উপভোগ করতে বলেন কোচ রবি শাস্ত্রী। এমন মুহূর্ত জীবনে বারবার আসে না, তাই এই মুহূর্ত যতটা সম্ভব সকলকে চুটিয়ে উপভোগ করার কথা বলেন ভারতীয় দলের কোচ।