নিজের কোচের মেয়েকে দিয়েছিলেন মন, তারপর কী হয়েছিল, জানুন সুরেশ রায়নার প্রেম কাহিনি
- FB
- TW
- Linkdin
সুরেশ রায়না জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। তিনি ২৭ নভেম্বর ১৯৮৬ সালে গাজিয়াবাদের মুরাদনগরে জন্মগ্রহণ করেন। তার বাবা প্রাক্তন সেনা অফিসার ত্রিলোকচন্দ্র এবং মা পারভেশ রায়না। রায়নারা তিন ভাই ও এক বোন।
ছোট বেলা থেকেই ক্রিকেটের প্রতি ভালোবাসা ছিল সুরেশ রায়না। অল্প বয়স থেকেই সুরেশ রায়না ক্রিকেট খেলা শুরু করেন। ছোট বেলা থেকে সুরেশ রায়না যেই ক্রিকেট কোচ কোচিং দিয়েছেন তার মেয়েকই ভলোবেসে ফেলেন রায়না।
রায়না যাকে ভালোবেসে বিয়ে করেছেন তার নাম প্রিয়াঙ্কা চৌধুরী। যিনি রায়নার ক্রিকেট কোচ ও স্কুলের শিক্ষক সাতপালের মেয়ে। মুরাদনগরে থাকাকালীনই সুরেশ রায়না ও প্রিয়াঙ্কা চৌধুরীর বন্ধুত্ব হয়েছিল।
ধীরে ধীরে তাদের বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। যাইহোক, প্রিয়াঙ্কা নেদারল্যান্ডে ব্যাংকিং সেক্টরে চাকরি পেয়েছিলেন এবং কিছু সময়ের জন্য সেখানে চলে যান। তবে রায়নার সঙ্গে তার সম্পর্ক অটুট ছিল।
এরপর রায়না ভারতী দলের তারকা ক্রিকেটার হয়ে ওঠেন। নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন রায়না ও প্রিয়ঙ্কা। বিয়ে করতে ব্যাঙ্কিং সেক্টরের চাকরি ছেড়ে ভারতে ফিরে আসেন প্রিয়াঙ্কা। এরপর ২০১৫ সালের ৩ এপ্রিল দিল্লিতে বিয়ে করেন দুজনে।
সুরেশ রায়নার স্ত্রী প্রিয়াঙ্কা চৌধুরী খুব স্টাইলিশ এবং সুন্দরী। তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে শেয়ার করা ছবি থেকে এর আভাস স্পষ্ট। প্রিয়ঙ্কার সোশ্যাল মিডিয়ায় ফ্যান ফলোয়ার্সের সংখ্যাও অনেক। প্রিয়ঙ্কার ছবিতে প্রচুর লাইক ও কমেন্ট পড়ে।
সোশ্যাল মিডিয়ায় সক্রিয় থাকার পাশাপাশি সুরেশ রায়নার স্ত্রী প্রচুর সামাজিক কাজও করেন। প্রিয়াঙ্কা গ্রাসিয়া নামে একটি দাতব্য সংস্থা চালান। যার মাধ্যমে দরিদ্র মা ও শিশুদের শারীরিক ও মানসিক সমস্যা কাটিয়ে উঠতে সাহায্য করা হয়।
সুরেশ রায়না এবং প্রিয়াঙ্কার দুটি সন্তান রয়েছে। তার বড় মেয়ের নাম গ্রাসিয়া এবং ছোট ছেলের নাম রিও। যার ছবি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন দুজনেই। রায়না ও প্রিয়ঙ্কার সন্তানরাও খুব মিষ্টি দেখতে।
বর্তমানে স্ত্রী ও দুই সন্তান নিয়ে সুরেশ রায়নার সুখী পরিবার। ভারতীয় দলে খেলাকালীন পরিবারকে খুব একটা সময় দিতে পারতেন না রায়না। তবে অবসরের পর থেকে স্ত্রী ও সন্তানদের নিয়ে কোয়ালিটি টাইম কাটান রায়না।
প্রসঙ্গত,রায়না তার কেরিয়ারে ১৯টি টেস্ট ম্যাচ ও ২২৬টি ওয়ানডে খেলেন তিনি। ওয়ানডে-তে রায়না করেন ৫৬১৫ রান। টেস্ট ক্রিকেটে তিনি অবশ্য সে ভাবে সফল নন। ১৯টি টেস্ট থেকে তাঁর সংগ্রহ ৭৬৮ রান। জাতীয় দলের জার্সিতে ৭৮টি টি-২০ ম্যাচে একটি সেঞ্চুরি এবং ৫টি হাফসেঞ্চুরি-সহ ১,৬০৫ রান করেছেন তিনি৷ আইপিএলে ৫৫২৮টি ম্যাচে ১ শতরান ও ৩৯টি সেঞ্চুরি সহ ৫৫২৮ রান করেছেন সুরেশ রায়না।