ধনশ্রীর আগে এক অভিনেত্রীর সঙ্গে ছড়িয়েছিল চাহলের বিয়ের খবর, জানুন সেই কাহিনি
First Published Dec 5, 2020, 11:06 PM IST
ভারতীয় দলের তারকা স্পিনার যুজবেন্দ্র চাহল সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। বিশেষ করে ইউটিউবার ও ডান্সার ধনশ্রী ভার্মার সঙ্গে চাহলের বাগদানের পর থেকে নেট দুনিয়ার নাগরিকরা চাহলের ব্য়ক্তিগত জীবন নিয়ে জানার বিষয়ে খবুই উৎসুখ। ধনশ্রী ও চাহল দুজনেই সোশ্যাল মিডিয়ায় ঘনঘন শেয়ার করেন তাদের ছবি। কিন্তু আপনারা কি জানেন, ধনশ্রী ভার্মার আগেও এক অভিনেত্রীর সঙ্গে নাম জড়িয়েছিল চাহলের। দুজনের একসঙ্গে ছবিও দেখা গিয়েছিল। এমনকী শোনা যায় দুজনের বিয়ের কথাও রটে গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। কে সেই অভিনেত্রী। আর কার সঙ্গেও জড়িয়েছিল চাহলের নাম। সেই কাহিনি আজ তুলে ধরব আপনাদের সামনে।

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছে যুজবেন্দ্র চাহল। অনুশীলনে ব্যস্তও রেয়ছেন তিনি। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের অন্যতম প্রধান প্লেয়ার চাহল।

গত ৮ অগাস্ট আইপিএল খেলতে যাওয়ার আগে সকলকে সারপ্রাইজ দিয়ে ধনশ্রী ভার্মার সঙ্গে বাগদান সারেন যুজবেন্দ্র চাহল। সোশ্য়াল মিডিয়ায় বাগদানের ছবি শেয়ার করে নিজেই জানিয়েছিলেন সুখবর।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন