- Home
- Sports
- Cricket
- সচিন-কোহলি থেকে সানিয়া-রাশিদ, ইদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা ক্রীড়া ব্যক্তিত্বদের
সচিন-কোহলি থেকে সানিয়া-রাশিদ, ইদের শুভেচ্ছা জানিয়ে সকলের সুস্থতা কামনা ক্রীড়া ব্যক্তিত্বদের
- FB
- TW
- Linkdin
সচিন তেন্ডুলকর-
সোশ্য়াল মিডিয়ায় দেশবাসীকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। লিখেছেন,'ইদের এই পবিত্র দিনে সকলের সুস্বাস্থ্য, সুখ ও সমৃদ্ধি কামনা করছি।'
বিরাট কোহলি-
সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,'এই অনিশ্চিত সময়ে ইদের ভাবনা সকলের জীবনে নিয়ে আসুক ভালোবাসা, শান্তি ও আনন্দ। ইদ মুবারক। সুপক্ষিত থাকুন।'
অজিঙ্কে রাহানে-
ভারতীয় টেস্ট দলের সহ অধিনায়ক অজিঙ্কে রাহানেও সকলকে ইদের শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন,টসকলকে ইদের শুভেচ্ছা। এই বছর আপনার ও আপনার পরিবারের জন্য সুখ ও খুশি নিয়ে আসুক'।
মহম্মদ শামি--
ইদের এই পবিত্র দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের তারকা পেসার মহম্মদ শামি। একইসঙ্গে সকলের সুস্বাস্থ্য, সুখ-সমৃদ্ধি কামনা করেছেন।
সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি শেয়ার করে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার সুরেশ রায়নাও।
বাবর আজম-
পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক বাবর আজও সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। নিজের একটি ছবি শেয়ার করে বাবর আজম লিখেছেন,'সকলকে ইদের শুভেচ্ছা। আজকের দিনটি সকলের খুব ভালো কাটুক।'
রাশিদ খান-
আফিগানিস্তান ও সানরাইজার্স হায়দরাবাদের তারকা ক্রিকেটার রাশিদ খান নিজের একটি ছবি শেয়ার করে সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। সঙ্গে লিখেছেন, 'বিশ্ব জুড়ে সকলকে ইদের শুভেচ্ছা'।
সানিয়া মির্জা-
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা ইদের শুভেচ্ছা সোশ্য়াল মিডিয়ায় লিখেছেন,' সকলকে ইদের শুভেচ্ছা। আজ আমাদের প্রার্থনা সকলের যন্ত্রণা কম করুক। আল্লাহ সকলের ব্য়াথা কম করুক পৃথিবীকে ঠিক করে দিক।'
শোয়েব মালিক-
সানিয়া মির্জা স্বামী ও পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিকও সোশ্যাল মিডিয়ায় সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছেন। একইসঙ্গে সকলের সুস্বাস্থ্য, খুশি কামনা করেছেন।
শ্রীবৎস গোস্বামী-
সানরাইজার্স হায়দরাবাদের অপর এক প্লেয়ার শ্রীবৎস গোস্বামীও দলে সকলকে ও ফ্যানেদের ইদের শুভেচ্ছা জানিয়েছে।
স্যাম বিলিংস-
ইংল্যান্ডের তারকা প্লেয়ার স্যাম বিলিংসও সকলকে ইদের শুভেচ্ছা জানিয়েছে। লিখেছেন, সকলকে ইদের শুভেচ্ছা, যারা এই দিনটি পালন করছেন।'