জীবন যুদ্ধে জয় 'মহারাজের', 'দাদা'-র কামব্যাকে খুশি ভক্তেরা
First Published Jan 7, 2021, 12:30 PM IST
অবশেষে হাসপাতাল থেকে ছুটি পেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতালের তরফ থেকে জানানো হল সম্পূর্ণ সুস্থ রয়েছেন সৌরভ। জীবন যুদ্ধে জয়ী হয়ে সকলকে ধন্যবাদ জানান বিসিসিআই প্রেসিডেন্ট। খুব শীঘ্রই কাজে ফেরার কথা জানালেন তিনি। জীবন যুদ্ধ জয় করে ঘরে ফেরায় খুশি সৌরভ অনুগামীরা।

গত ২ জানুয়ারি, শনিবার জিম করতে গিয়ে অসুস্থ বোধ করেন সৌরভ। বুকে ব্যথা অনুভূত হওয়ায় তড়িঘড়ি হাসপাতালে ভর্তি হন তিনি। পরীক্ষা করে জানা যায় মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে তাঁর। ডা. সরোজ মণ্ডলের নেতৃত্বে পাঁচ সদস্যের মেডিক্যাল দলের তত্ত্বাবধানে চলে চিকিৎসা।

সৌরভের অসুস্থতার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। সুস্থতা কামনা করেন সচিন, বিরাট, জয় শাহ, অনিল কুম্বলে থেকে শুরু করে দেশ তথা বিশ্ব জুড়ে তার কোটি কোটি ভক্তরা।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন