দশকের সেরা টেস্ট ক্রিকেটার স্মিথ, টি২০ ক্রিকেটার রাশিদ খান, ধোনি পেলেন স্পিরিট অফ দ্য ক্রিকেট
First Published Dec 28, 2020, 6:08 PM IST
প্রত্যাশা মতই আইসিসির বর্ষ সেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্যান স্টিভ স্মিথ। কেন উইলিয়ামসন, কোহলি ও জেমস অ্যান্ডারসনকে হারিয়ে টেস্টে দশক সেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্টিভ স্মিথ। দশক সেরা টি২০ ক্রিকেটার হলেন রাশিদ খান। স্পিরিট অফ দ্য ক্রিকেট পুরস্কার পেলেন এমএস ধোনি।

আইসিসির দশকের সেরা ওয়ান ডে ক্রিকেটারের পুরস্কার জেতার পাশাপাশি সব ফর্ম্যাট মিলিয়ে দশ বছরের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি।

আর টেস্ট ক্রিকেটে দশকের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছে স্টিভ স্মিথ। স্মিথ নির্ধারিত সময়সীমার মধ্যে টেস্টে ৬৫.৭৯ গড়ে ৭০৪০ রান সংগ্রহ করেছেন। সেঞ্চুরি করেছেন ২৬টি। হাফ-সেঞ্চুরি করেছেন ২৮টি।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন