গ্রেফতারির জন্য বিবৃতি জারি করে দুঃখ প্রকাশ, নাইট ক্লাবে কি করেছিলেন জানালেন রায়না
First Published Dec 22, 2020, 6:20 PM IST
প্রশাসনের করোনা বিধি না মেনে গ্রেফতার। মুম্বইয়ের নাইট ক্লাবে গ্রেফতার হন সুরেশ রায়না। ঘটনায় বিবৃতি জারি করল সুরেশ রায়না ম্যানেজমেন্ট। ঘটনার পেছনে কারন কী জানানো হয় বিবৃতিতে।

মুম্বইয়ের নাইট ক্লাবে করোনা বিধি না মেনে গ্রেফতার হতে হয় সুরেশ রায়নাকে। ঘটনায় দুঃখ প্রকাশ করলেন প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার। সুরেশ রায়না ম্যানেজমেন্টের পক্ষ থেকে বিবৃতি জারি করে, অনিচ্ছাকৃত ঘটনার জন্য দুঃখ প্রকাশ করা হয়।

মুম্বইয়ে লাগু নাইট কার্ফু সহ অন্যান্য কোভিড প্রটোকল সম্পর্কে সুরেশ রায়না অবগত ছিলেন না বলে জানানো হয়েছে বিবৃতিতে। একইসঙ্গে আইনি মেনে চলার কথাও বলা হয়েছে সেই বিবৃতিতে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন