Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে, পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল সৌরাষ্ট্র। ওপেনার বিশ্বরাজ জাদেজার অপরাজিত শতরানের সৌজন্যে সৌরাষ্ট্র সহজেই ২৯২ রানের লক্ষ্যমাত্রায় পৌঁছে যায়।
Vijay Hazare Trophy 2026: বিজয় হাজারে ট্রফির দ্বিতীয় সেমিফাইনালে পাঞ্জাবকে ৯ উইকেটে হারিয়ে ফাইনালে উঠল সৌরাষ্ট্র (saurashtra vs punjab highlights)। ওপেনার বিশ্বরাজ জাদেজার অপরাজিত শতরানের সৌজন্যে সহজেই জয় হাসিল করে সৌরাষ্ট্র। ২৯২ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে, সৌরাষ্ট্র ৩৯.৩ ওভারেই লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় (saurashtra vs punjab semi final)।
বিজয় হাজারের ফাইনালে সৌরাষ্ট্র
১২৭ বলে ১৬৫ রান করে অপরাজিত থাকেন বিশ্বরাজ জাদেজা। নিঃসন্দেহে দাপুটে ব্যাটিং। তাঁর ইনিংসে ছিল মোট ১৮টি চার এবং ৩টি ছয়। অন্যদিকে, অধিনায়ক হার্ভিক দেশাই করেন ৬৪ রান। যেটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সৌরাষ্ট্রের জয়ের ক্ষেত্রে।
তবে পাঞ্জাবের হয়েও প্রথমে ব্যাট করে বেশ ভালো খেলেন আনমোলপ্রীত সিং। তিনি সেঞ্চুরি করেন। সংগ্রহে ১০০ রান। অন্যদিকে, দলের অধিনায়ক এবং উইকেটকিপার-ব্যাটার প্রভসিমরণ সিং উপহার দেন ৮৭ রানের ইনিংস। এছাড়া রমনদীপ সিং-এর ঝুলিতে ৪২ রান। নির্ধারিত ওভারে, পাঞ্জাব ২৯১ রান তোলে। তবে ব্যাটিং লাইন-আপ ভালো খেলা সত্ত্বেও ম্যাচে জয় পায়নি তারা। তার অন্যতম কারণ হল, বিশ্বরাজ জাদেজার দুর্দান্ত ব্যাটিং।
ফাইনালে সৌরাষ্ট্র বনাম বিদর্ভ
ওপেনিং জুটিতে বিশ্বরাজ জাদেজা এবং হার্ভিক দেশাই পাঞ্জাবের বিরুদ্ধে ১৭২ রানের গুরুত্বপূর্ণ পার্টনারশিপ গড়েন। সেটিই ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। তবে দেশাই আউট হওয়ার পর প্রেরক মানকড় ৫২ রানে অপরাজিত থাকেন। ফলে, সেমিফাইনালে জয় পেতে খুব একটা অসুবিধা হয়নি সৌরাষ্ট্রর। মাত্র ১ উইকেট হারিয়েই, লক্ষ্যমাত্রায় পৌঁছে যায় তারা।
আগামী ১৮ জানুয়ারি, বিজয় হাজারে ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে সৌরাষ্ট্র বনাম বিদর্ভ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

