MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • Sports
  • Cricket
  • আইপিএলের ইতিহাস সেরা এক ডজন রেকর্ড, যা জানতেই হবে আপনাকে

আইপিএলের ইতিহাস সেরা এক ডজন রেকর্ড, যা জানতেই হবে আপনাকে

২৬ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২২ (IPL 2022) । ১০ দলের আইপিএলকে (IPL) ঘিরে ক্রিকেট প্রেমিদের (Cricket Lovers) মধ্যে তুঙ্গে উন্মাদনা ও উত্তেজনার পারদ। প্রতিযোগিতা শুরুর আগে আইপিলের নানা দিক নিয়ে জানার কৌতুহলও কম নয়। আইপিএলের বিভিন্ন রেকর্ড, প্রিয় ক্রিকেটারদের  ব্যক্তিগত জীবন এই সব কিছুই। আইপিএের ১৪ বছরের ইতিহাসে অসংখ্য রেকর্ড ভাঙা-গড়ার খেলা চলেছে। সর্বোচ্চ রান, ব্যক্তিগত রান, সবথেকে বেশি চার-ছয়, স্ট্রাইক রেট থেকে শুরু করে সবকিছু। রেকর্ড বুকে নাম রয়েছে বিরাট কোহলি (Virat Kohli), এমএস ধোনি (MS Dhoni), রোহিত শর্মা (Rohit Sharma), ক্রিস গেইল (Chris Gayle)সহ একাধিক তারকার। আইপিএলের রেকর্ড বুকে অভাব নেই কোনও কিছুরই। আইপিলের ১৫তম মরসুম শুরুর আগে দেখে নিন আইপিএলের ইতিহাসে এক ডজন রেকর্ড। 

5 Min read
Sudip Paul
Published : Mar 21 2022, 12:56 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
112

সবথেকে বেশি রান-
দলকে একবারও ট্রফি দিতে না পারলেও, আন্তজার্তিক ক্রিকেটের মত আইপিএলে একইরকমভাবে কথা বলে তার ব্যাট। বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্সের হয়ে এখনও ২০৭টি ম্যাচ খেলেছেন বিরাট কোহলি। মোট রান ৬২৮৩। গড় ৩৭.৩৯ , স্ট্রাইক রেট ১২৯.৯৪। এখনও পর্যন্ত আইপিএলে বিরাট কোহলির সর্বাধিক স্কোর ১১৩। গতবব আইপিএলের পর আরসিবির অধিনায়কত্ব ছেড়ে দিয়েছেন বিরাট কোহলি। এবার শুধু ব্যাটসম্যান হিসেবে দলকে সাফল্য এনে দেওয়াই লক্ষ্য তার।

212


সবথেকে বেশি ম্য়াচ-
শুধু আন্তর্জাতিক ক্রিকেট নয়, আইপিএলের ইতিহাসেও অন্যতম সেরা ফিনিশার মহেন্দ্র সিং ধোনি। ৪ বার দলকে চ্যাম্পিয়ন করার পাশাপাশি ব্যাট হাতেও উপহার দিয়েছেন অসংখ্য চোখ ধাঁধানো ইনিংস। তবে বর্তমানে ব্য়াট হাতে ধোনি ধামাক অনেকটাই কমে গিয়েছে। এখনও পর্যন্ত আইপিএলে ২২০ ম্যাচে ধোনির সংগ্রহ ৪৭৪৬ রান করেছেন ধোনি। সর্বাধিক স্কোর ৮৪, গড় ৩৯.৫৫, স্ট্রাইক রেট ১৩৫.৮৩। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ম্য়াচ খেলার নজির রয়েছে ধওয়ানের। চেন্নাই সুপার কিংস এবং রাইজিং পুণে সুপারজায়ান্টসের হয়ে মোট ২২০টি ম্যাচ খেলেছেন মাহি।
 

312

সবথেকে বেশি সেঞ্চুরি-
আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি সেঞ্চুরিও রয়েছে ক্রিস গেইলের নামে। নিজের আইপিএল কেরিয়ারের ১৪২টি ম্যাচের ১৪১টি ইনিংসে ব্যাট করতে নেমে ক্রিস গেইল আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৬টি সেঞ্চুরি করেছেন।   আইপিএলে ১৪১ ম্যাচে গেইলের সংগ্রহ ৪৯৬৫ রান। সর্বাধিক স্কোর ১৭৫। যা আইপিএলের ইতিহাসে সর্বাধিক। গেইলের গড় ৩৯.৭২, স্ট্রাইক রেট ১৪৮.৯৬। তবে এবার আর আইপিএলে দেখা যাবে ইউনিভার্স বসকে। পঞ্জাবে খেলেই আইপিএলকে বিদায় জানান ক্রিস গেইল।
 

412

সবথেকে বেশি হাফ সেঞ্চুরি-
আইপিএলের ইতিহাসে সেরা ব্যাটসম্য়ানের তালিকায় রয়েছেন ডেভিড ওয়ার্নার। এর আগে সানরাইজার্স হায়দরাবাদকে চ্যাম্পিয়ন করেছেন ডেভিড। ব্যাট হাতেও দেখিয়েছেন তার বিক্রম। তবে গতবার থেকে হায়দরাবাদ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তার দূরত্ব তৈরি হয় যার কারণে দল ছাড়েন অজি তারকা ওপেনার। এবার নিলামে ডেভিড ওয়ার্নারকে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। ১৫০ ম্যাচে ওয়ার্নাারের সংগ্রহ ৫৪৪৯ রান, সর্বাধিক স্কোর ১২৬, গড় ৪২.৫৯, স্ট্রাইক রেট ১৩৯.৯৬। আইপিএলে সবথেকে বেশি হাফ সেঞ্চুরি ডেভিড ওয়ার্নারের নামে।  ১৫০টি ম্যাচের ১৫০টি ইনিংসে ব্যাট করতে নেমে ডেভিড ওয়ার্নার আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৫০টি হাফ-সেঞ্চুরি করেছেন।
 

512

সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস-
আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ডও রয়েছে ক্রিস গেইল। ২০১৩ আইপিএলে চিন্নাস্বামীতে আরসিবির হয়ে পুণের বিরুদ্ধে ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেন ক্রিস গেইল। আইপিএলে এটি সবোর্চ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড। পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে আরসিবির হয়ে ৬৬ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ১৭টি ছয় ও ১৩টি চার মেরেছিলেন সেই ইনিংসে। 
 

612

সবথেকে বেশি ছক্কা-
ব্যাট হাতে তাণ্ডব বা লণ্ডভণ্ড এই শব্দগুলি  যদি কারও সঙ্গে যায় তার নাম ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি বিধ্বংসী ইনিংস খেলেছেন এই ক্যারেবিয়ান তারকা। তাই স্বাভাবিকভাবেই  আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি ছক্কা হাকানোর রেকর্ডটাও রয়েছে ইউনিভার্স বসের নামে। আইপিএল থেকে অবসর নিয়েছেন ক্রিস গেইল। ১৪২টি ম্যাচের ১৪১টি ইনিংসে ব্যাট করতে নেমে ক্রিস গেইল আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৩৫৭টি ছক্কা মেরেছেন।

712

এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা-
আইপিএলের ক্রিস গেইলের অসংখ্য রেকর্ড রয়েছে। আইপিলের ইতিহাসে এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা মারার রেকর্ডও ক্যারেবিয়ান বিগ হিটারের ঝুলিতে। ২০১৩ আইপিএলে চিন্নাস্বামীতে আরসিবির হয়ে পুণের বিরুদ্ধে এক ইনিংসে সব থেকে বেশি ১৭টি ছক্কা মারেন ক্রিস গেইল। পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে আরসিবির হয়ে ৬৬ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। তখন ১৭টি বিশাল ছক্কা মারেন গেইল।

812

সবথেকে বেশি চার-
মাঝে দু-একটি মরসুম খারাপ গেলেও, আইপিএলে কথা বলে তার ব্যাটও। আইপিএলের সেরা ১০ ব্যাটসম্যানের তালিকায় বর্তমানে দ্বিতীয় স্থানে রয়েছেন শিখর ধওয়ান। ১৯২টি  ম্যাচে শিখরের সংগ্রহ ৫৭৮৪ রান। গড় ৩৪.৮৪, স্ট্রাইক রেট ১২৬.৬৪। এখনও পর্যন্ত আইপিএলে শিখরের সর্বাধিক রান ১০৬। আইপিএলে সবথেকে বেশি চার মারার রেকর্ড ধাওয়ানের। ১৯২টি ম্যাচের ১৯১টি ইনিংসে ব্যাট করতে নেমে শিখর ধাওয়ান আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৬৫৪টি চার মেরেছেন। এবার নিলামে ধওয়ানকে দলে নিয়েছে পঞ্জাব কিংস। গব্বরের অভিজ্ঞতা ও চওড়া ব্যাটের উপর ভর করেই এবছর প্রথম আইপিএল ট্রফি জেতার স্বপ্ন দেখছেন পঞ্জাব কিংস সমর্থকরা।
 

912

দ্রুততম শতরান-
আইপিএলের ইতিহাসে দ্রুততম শতরানের রেকর্ডও রয়েছে ক্রিস গেইলের ঝুলিতে। ২০১৩ সালে আরসিবির হয়ে পুণের বিরুদ্ধে মাত্র ৩০ বলে নিজের শতরান পূর্ণ করেন ক্রিস গেইল। আইপিএলের ইতিহাসে এটি সব থেকে কম বলে সেঞ্চুরির রেকর্ড।  পুণে ওয়ারিয়র্স ইন্ডিয়ার বিরুদ্ধে আরসিবির হয়ে ৬৬ বলে ১৭৫ রানের দানবীয় ইনিংস খেলেছিলেন ক্রিস গেইল। ১৭টি ছয় ও ১৩টি চার মেরেছিলেন সেই ইনিংসে। 

1012

দ্রুততম হাফ সেঞ্চুরি-
আইপিএলের ইতিহাসে অন্যতম সেরা ব্যাটসম্যান কেএল রাহুল। আইপিএলের ইতিহাসে সবথেকে কম বলে অর্ধশতরানের রেকর্ডও রয়েছে কেএল রাহুলের নাম। ২০১৮ সালে মোহালিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে পঞ্জাব কিংসের হয়ে মাত্র ১৪ বলে হাফ-সেঞ্চুরি করেন লোকেশ রাহুল। আইপিএলের ইতিহাসে এটিই দ্রুততম হাফ-সেঞ্চুরির রেকর্ড। আইপিএল কেরিয়ারে এখনও পর্যন্ত মোট ৯৪টি ম্যাচ খেলেছেন কেএল রাহুল। ৩২৭৩ রান করেছেন তিনি। 

1112

সেরা ব্যাটিং গড়-
আইপিএলের ইতিহাসে সেরা ব্য়াটিং গড়ের রেকর্ড এখনও পর্যন্ত রয়েছে কেএল রাহুলের নামে।  ৯৪টি ম্যাচের ৮৫টি ইনিংসে ব্যাট করতে নেমে লোকেশ রাহুল আইপিএলের ইতিহাসে সব থেকে বেশি ৪৭.৪৩ গড়ে রান সংগ্রহ করেছেন। দুটি শতরান ও ২৭টি অর্ধশতরানও রয়েছে কেএল রাহুলের ঝুলিতে। এবার আইপিএলের নতুন দল লখনউ সুপার জায়ান্টসে খেলবেন কেএল রাহুল। দলের অধিনায়কত্বের দায়িত্বও সামলাবেন তিনি। 
 

1212

সেরা স্ট্রাইক রেট-
আইপিএলের ইতিহাসে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ারদের রমরমা প্রথম থেকেই ছিল। একাধিক রেকর্ড রয়েছে একাধিক ক্যারেবিয়ান তারকার নামে। আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি স্ট্রাইকরেটের রেকর্ড রয়েছে কলকাতা নাইট রাইডার্সের ক্যারেবিয়ান তারকা আন্দ্রে রাসেলের নামে। রাসেল নিজের আইপিল কেরিয়ারের এখনও পর্যন্ত মোট ৮৪ টি ম্যাচ খেলেছেন। এই ৮৪টি ম্যাচের ৭০ ইনিংসে  ব্যাট করতে নেমে ১৭৮.৫৭ স্ট্রাইক-রেটে রান সংগ্রহ করেছেন আন্দ্রে রাসেল।

About the Author

SP
Sudip Paul
সিনিয়র সাব-এডিটর হিসাবে এশিয়ানেট নিউজ বাংলায় কর্মরত সুদীপ পাল। ৮ বছরেরও বেশি সময় ধরে সাংবাদিকতায়। নিউজ চ্যানেলে কর্মজীবন শুরু। ২০২০ সালে ডিজিটাল মিডিয়ায় যোগ। ক্রিকেট-ফুটবল নিয়ে কাজ করেন। বাণিজ্য শাখায় স্নাতক ডিগ্রি রয়েছে সুদীপের।
আইপিএল ২০২৫

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
Recommended image2
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম
Recommended image3
টুথপেস্টের বিজ্ঞাপনের ভিডিওতে আঙুলে নেই এনগেজমেন্ট রিং, স্মৃতি মন্ধানাকে ঘিরে নতুন জল্পনা
Recommended image4
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি
Recommended image5
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved