আইপিএল নিলামে কোন ক্রিকেটারদের দলে নিতে পারে কেকেআর, জেনে নিন বিস্তারিত
২০১২ ও ২০১৪ সালে আইপিএল চ্যাম্পিয়ন হলেও, তারপর থেকে এখনও ট্রফি অধরা কলকাতা নাইট রাইডার্সের। গম্ভীরের পর দীনেশ কার্তিককে অধিনায়ক করা হয়। কিন্তু একবার প্লে অফে উঠলেও বড়সড় সাফল্য আসেনি কেকেআরের। গত মরসুমে মাঝপথে অধিনায়কের পদ থেকে কার্তিককে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় ইয়ন মর্গ্যানকে। তবে প্লে অফে জায়গা করতে পারেনি কিং খানের দল। বৃহস্পতিবার ২০২১ মরসুমের আইপিএল নিলামে ১০.৭৫ কোটি টাকা নিয়ে নামছে নাইটরা। ২ জন বিদেশী ও ৬ জন ভারতীয় ক্রিকেটার কিনতে পারবে তারা। হাতে বেশি টাকা না থাকায় বুঝে শুনে নিলামে এগোতে হবে কেকেআরকে। চলুন দেখা যাক আইপিএল নিলামে কেকেআরের নজরে রয়েছে কোন কোন প্লেয়ার।
- FB
- TW
- Linkdin
শাকিব আল হাসান-
এবছর নির্বাসন কাটিয়ে ফের আইপিএলের আঙিনায় ফিরতে চলেছেন বাংলাদেশের তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অলরাউন্ডার শাকিব আল হাসান। এর আগে কেকেআরে খেলে গিয়েছেন শাকিব। আইপিএল জয়ী দলের সদস্যও ছিলেন তিনি। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিরাও শাকিব পেতে ঝাপাবে, ফলে নেওয়া কঠিন হলেও, ভেঙ্কি মাইসোরদের তালিকায় রয়েছে শাকিবের নাম।
ক্রিস মরিস-
সীমিত সুযোগে সবসময় নিজের জাত চিনিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা অলরাউন্ডার ক্রিস মরিস। গত মরসুমেও আরসিবির হয়ে ব্যাটে-বলে উল্লেখযোগ্য পারফরমেন্স করেছিলেন মরিস। তাই প্রোটিয়া তারকাকে দলে নিতে চাইছে কেকেআর।
মহম্মদ আজহারউদ্দিন-
কেরালার এই তরুণ ব্যাটসম্যান সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৩৭ বলে শতরান করেন। তাঁর এই ইনিংসের জন্য বহু ফ্র্যাঞ্চাইজিই তাকে কেনার ব্যাপারে আগ্রহ দেখাতে পারে বলে খবর। শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজি তাকে দলে নেওয়ার চেষ্টা করতে পারে বলে খবর।