'বউদির প্রেমে' পাগল হয়ে এই ক্রিকেটাররা ভেঙেছিলেন বন্ধুর ঘর, দেখুন তালিকায় কারা
First Published Dec 13, 2020, 10:05 PM IST
হিন্দিতে একটা প্রবাদ রয়েছে 'পেয়ার কিয়া তো ডরনা কেয়া'। বাংলা বলে 'ভালবাসায় অন্ধ'। সত্যিই প্রেমে পড়লে মানুষ কি না করে। এমন কিছু উদাহরণ রয়েছে তারকা ক্রিকেটারদের ব্যক্তিগত জীবনেও। যেখানে বন্ধুর ঘর ভাঙতে দুবার ভাবেননি তার সতীর্থ। বন্ধুর বউয়ের সঙ্গে প্রেম শুধু নয়, বিয়ে পর্যন্ত করেছেন। একই দলে খেলার কারণে একে অপরের ভাল বন্ধু হয়ে ওঠেন ক্রিকেটাররা। য়াতায়াত করেন এক অপরেরে বাড়িতেও। আর সেখান থেকেই অনেকে ঘর ভাঙেন বন্ধুর। সম্পর্কে 'ভাবী' বা 'বউদি' হলেও, তাদের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। আজ আপনাদের বলব এমন কিছু ক্রিকেটারদের ঘটনা।

ভারতীয় দলের ওপেনার মুরলি বিজয় ২০১২ সালে দীনেশ কার্তিকের প্রাক্তন স্ত্রী নিকিতা বানজরাকে বিয়ে করেছিলেন। দীনেশ কার্তিক ২০০৭ সালে নিকিতা বানজরাকে বিয়ে করেছিলেন, তবে তাদের সম্পর্ক কেবল ৫ বছরই টিকেছিল। বিবাহবিচ্ছেদ হওয়ার পরে নিকিতা বানজারা মুরলি বিজয়কে বিয়ে করেছিলেন।

নিকিতা বানজারা পেশায় কাস্টিং শিল্পী ছিলেন। ৩ জন সন্তানও রয়েছে তার। নিকিতা বানজারা এবং দীনেশ কার্তিকের বাবা দুজনেই খুব ভালো বন্ধু ছিলেন, যার কারণে তারা তাদের সন্তানদের বিয়ে করা উপযুক্ত বলে মনে করেছিলেন। দীনেশ কার্তিকের ২১ বছর বয়সে নিকিতা বানজরার সঙ্গে বিয়ে হয়।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন