- Home
- Sports
- Cricket
- Pakistan Cricket: কানেরিয়া থেকে মহম্মদ ইউসুফ - পাকিস্তানের হয়ে খেলা সেরা ৫ অমুসলিম ক্রিকেটার
Pakistan Cricket: কানেরিয়া থেকে মহম্মদ ইউসুফ - পাকিস্তানের হয়ে খেলা সেরা ৫ অমুসলিম ক্রিকেটার
- FB
- TW
- Linkdin
পাকিস্তানের হয়ে খেলা অমুসলিম ক্রিকেটার হিসাবে সম্ভবত সবথেকে বেশি পরিচিত যিনি, তিনি হলেন দানিশ কানেরিয়া। তিনি ছিলেন পাকিস্তানের দলের দ্বিতীয় হিন্দু ক্রিকেটার। কানেরিয়া ৬১ টি টেস্ট খেলেছিলেন। নিয়েছিলেন ২৬১ টি উইকেট। পাক স্পিনার হিসাবে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড তাঁরই দখলে। এই বিষয়ে পিছনে ফেলেছেন আবদুল কাদির, সাকলাইন মুস্তাক এবং মুস্তাক আহমেদদের মতো ক্রিকেটারদেরও।
এই তালিকায় মহম্মদ ইউসুফের নাম দেখে অনেকেই হয়তো বিস্মিত হতে পরেন। আসলে তিনি প্রথম জীবনে ছিলেন খ্রিস্ট ধর্মাবলম্বী। সেই সময় তাঁর নাম ছিল ইউসুফ ইউহানা। সেই নামেই তিনি খেলা শুরু করেছিলেন। পরে ধর্মান্তরিত হওয়ার পর তাঁর নতুন নাম হয় মহম্নমদ ইউসুফ। তিনি পাকিস্তানের হয়ে ৯০ টি টেস্ট খেলেছিলেন।
অনিল দলপত হলেন পাকিস্তান দলে খেলা প্রথম হিন্দু ক্রিকেটার। তিনি দানিশ কানেরিয়ার জ্যাঠতুতো দাদা। তিনি অবশ্য ৯ টি টেস্টের বেশি খেলার সুযোগ পাননি। ১৫.১৮ গড়ে রান করেছিলেন। মাত্র ১ টি হাফ সেঞ্চুরি আছে তাঁর।
ওয়ালিস ম্যাথিয়াস ছিলেন পাকিস্তানের প্রথম অমুসলিম ক্রিকেটার। তিনি ছিলেন করাচির গোয়ান সম্প্রদায়ের খ্রীস্টান। ১৯৫০-এর দশকের পাকিস্তান দলে তিনি খেলেছিলেন। মোট ২১ টি টেস্ট খেলে ২৪-এর কাছাকাছি গড়ে ৭৮৩ রান করেছেন।
ব্যাটার সোহেল ফজল ছিলেন ধর্মবিশ্বাস অনুযায়ী একজন খ্রিস্টান। ১৯৮০-র দশকে তিনি পাকিস্তানের জাতীয় দলের হয়ে খেলেছিলেন। তবে বিশেষ প্রভাব বিস্তার করতে পারেননি। ১৯৮৯-৯০ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ৩২ রান করেছিলেন। সেটাই ছিল তাঁর সর্বোচ্চ স্কোর।