IPL 2022 Auction: আইপিএল ২০২২-এর মেগা নিলামের যাবতীয় খুঁটিনাটি, জেনে নিন এক ঝলকে
- FB
- TW
- Linkdin
আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে বসবে আইপিএল ২০২২-এর মেগা নিলামের আসর। তার আগে বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হল, কাদের নিলামে তোলা হবে। ভারতীয় ও বিদেশি মিলিয়ে কতজন ক্রিকেটার এবার নিলামে অংশ নিচ্ছেন, ভারতীয় বোর্ডের তরফে প্রকাশ করা হল তালিকা।
সব মিলিয়ে ৫৯০ জন ক্রিকেটার এবার নিলামে অংশ নিচ্ছেন। ২২৮ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকা রয়েছেন তালিকায়। ৩৫৫ জন ঘরোয়া ক্রিকেটার অংশ নেবেন নিলামে। সহযোগী দেশের মোট ৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে।
আইপিএলের মেগা নিলামে সবথেকে বেশি অর্থাৎ ২ কোটি টাকা বেস প্রাউজে রয়েছে মোচ৪৮ জন ক্রিকেটার। ২০ জন ক্রিকেটারের বেস প্রাইস দেড় কোটি টাকা। ৩৪ জন ক্রিকেটারের বেস প্রাইস ১ কোটি টাকা।
নিলামে অংশ নেওয়া মোট ৫৯০ জন ক্রিকেটারের মধ্যে ভারতীয় ক্রিকেটার রয়েছে ৩৭০ জন।২২০ জন বিদেশি ক্রিকেটার অংশ নিতে চলেছে ২০২২-এর মেগা নিলামে। প্রাথমিকভাবে এই তালিকায় নাম ছিল ১২১৪ জনের। সেখান থেকেই ৫৯০ জনের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়।
ভারত-সহ মোট ১৫টি দেশের ক্রিকেটাররা এবার আইপিএল নিলেমে অংশ নিতে চলেছেন। ৭ জন সহযোগী দেশের ক্রিকেটারও আইপিএলের মেগা নিলাম থেকে দল খুঁজে নেওয়ার সুযোগ পাবেন। অস্ট্রেলিয়ার সব থেকে বেশি ৪৭ জন ক্রিকেটারের নাম রয়েছে নিলামের তালিকায়।
ভারতের ৩৭০ জন ও অস্ট্রেলিয়ার ৪৭ জন ক্রিকেটার বাদে অন্যান্য দেশের ক্রিকেটারদের মধ্যে আফগানিস্তানের ১৭ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। বাংলাদেশের ৫ জন ক্রিকেটার নিলামে অংশ নিচ্ছেন। শ্রীলঙ্কার ২৩ জন ক্রিকেটারের নাম রয়েছে মেগা নিলামের তালিকায়।
এছাড়া ইংল্যান্ডের ২৪ জন ক্রিকেটার রয়েছেন নিলামের তালিকায়। আয়ারল্যান্ডের ৫ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন। নিউজিল্যান্ডের ২৪ জন ক্রিকেটার মেগা নিলামে অংশ নিতে চলেছেন। দক্ষিণ আফ্রিকার ৩৩ জন ক্রিকেটার রয়েছেন আইপিএল নিলামের তালিকায়।
ওয়েস্ট ইন্ডিজের ৩৪ জন ক্রিকেটারকে নিলামে তোলা হবে। জিম্বাবোয়ের ১ জন ক্রিকেটার নিলামে উঠবেন। নামিবিয়ার ৩ জন ক্রিকেটার নিলামে নাম দিয়েছেন। নেপালের ১ জন ক্রিকেটার নিলামে অংশ নেবেন। স্কটল্যান্ডের ২ জন,আমেরিকার ১ জন ক্রিকেটার নিলামে অংশ নিতে চলেছেন।