জন্মের পর থেকেই 'জেড প্লাস' নিরাপত্তা পাচ্ছে বিরাট-অনুষ্কার মেয়ে, জারি কঠোর বিধি নিষেধ
First Published Jan 13, 2021, 3:33 PM IST
জন্মের পর থেকেই কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে বিরাট কোহলি ও অনুষ্কা শর্মার সদ্যজাত মেয়ে। দেখা করা থেকে উপহার নেওয়া সব কিছু জারি করা হয়েছে কঠোর বিধি নিষেধ। সম্পূর্ণ বারণ রয়েছে ছবি তোলাও। জন্মের পর থেকেই পেয়েছে 'জেড প্লাস' নিরাপত্তা।

সদ্য ফুটফুটে কন্যা সন্তানের বাবা হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড সুপার স্টার অনুষ্কা শর্মা। সোশ্যাল মিডিয়ায় কন্যা সন্তানের বাবা হওয়ার খবর দেন বিরাট।

মুম্বইয়ের এক বেসরকারি হাসপাতালে জন্মের পর বাড়িতে ফিরেছে বিরুষ্কার মেয়ে। জানা যাচ্ছে মেয়ের আনভি রেখেছেন ভারত ও অধিনায়ক ও ফার্স্ট লেডি। ভারত অধিনায়কের মেয়ে বলে কথা। জন্মের পর থেকে কার্যত 'জেড প্লাস' নিরাপত্তায় রেয়ছে সদ্যজাত।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন