- Home
- Sports
- Cricket
- ধোনি না কোহলি, আইপিএলে কার সাথ দেবেন ভাগ্যদেবী, ভবিষ্যদ্বাণী করলেন বিখ্যাত জ্যোতিষী
ধোনি না কোহলি, আইপিএলে কার সাথ দেবেন ভাগ্যদেবী, ভবিষ্যদ্বাণী করলেন বিখ্যাত জ্যোতিষী
- FB
- TW
- Linkdin
মহেন্দ্র সিং ধোনিকে ফের ২২ গজে দেখার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্ব জুড়ে কোটি কোটি ধোনি ভক্তরা। ধোনির জন্য প্রার্থনাও করছেন তার ভক্তরা।
গত ১৫ অগাস্ট রাতে ধোনির অবসর গ্রহণের সিদ্ধান্ত দুঃখ পেয়েছিলেন কোটি কোটি ধোনি ভক্তরা। ধোনিকে ফের মাঠে দেখে তারা আনন্দিত হওয়ার অপেক্ষায় রয়েছেন।
এবারের আইপিএল হতে চলেছে আরব আমিরশাহির মাটিতে। করোনার কারণে দর্শকশূন্য মাঠে হবে সব ম্যাচ। ফলে ধোনিকে মাঠে দেখার আনন্দ টিভির পর্দাতেই বসে উপভোগ করতে হবে ক্রিকেট প্রেমিদের।
অপরদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের স্ট্রেন্থ ও কন্ডিশনিং কোচ শংকর বসু মনে করেন, করোনা ভাইরাস মহামারীর ফলে যে বিরতি পেয়েছেন বিরাট কোহলি তারফলে আরও ভালভাবে মাঠে ফিরবেন ভিকে।
শংকর বসু জানিয়েছেন, এই মুহূর্তে বিরাট খুব ভাল অবস্থায় রয়েছেন। এই বিরতিতে বিরাট তার শারীর্ক অবস্থার যে বিষয়ে নজর দেওয়ার দরকার ছিল সে সব কিছুর উপর পরিশ্রম করেছেন।
বর্তমানে ধোনি ও কোহলি দুজন নিজের ফ্র্যাঞ্চাইজির হয়ে আরব আমিরশাহিতে অনুশীলন করছেন। কোহলি জোর দিচ্ছেন তার ফিটনেসের উপর ও ধোনি জোর দিচ্ছেন তার ব্যাটিংয়ের উপর।
ব্যাঙ্গালুরুর নাম করা জ্যোতিষী পণ্ডিত জগন্নাথ গুরুজি ভবিষ্যদ্বাণী করেছেন, এই মরসুমে কে জ্বলবেন ধোনি নাকি বিরাট? তিনি বলেছেন,প্রাক্তন ভারতীয় অধিনায়ক এমএস ধোনি, যিনি সম্প্রতি খেলার সমস্ত আন্তর্জাতিক ফর্ম থেকে অবসর নেওয়ার ঘোষণা করেছেন তার মধ্যে অনেক ক্রিকেট বাকি রয়েছে। আর তার অনন্য ক্রিকেট দক্ষতা আইপিএল ২০২০ চলাকালীন প্রদর্শিত হবে বলে আশা করছেন তিনি। অন্যদিকে বিরাট কোহলি খুব ভাল খেলবে, তবে ধোনির পারফরম্যান্স আরও ভাল হবে বলে আশা তার। এই ফলাফল দু'জন কিংবদন্তি ক্রিকেটারের মুখ পাঠের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।