অস্ট্রেলিয়াতেও 'মিস ইউ ধোনি' পোস্টার, দেখার পর কী কাণ্ড ঘটালেন কোহলি
First Published Dec 8, 2020, 6:09 PM IST
চলতি বছরের ১৫ অগাস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু ভক্তদের মনে ধোনি যে এখনও বিরাজমান তা প্রমাণিত হল ভারত-অস্ট্রেলিয়া টি২০ সিরিজের তৃতীয় ম্যাচে। স্টেডিয়ামে সমর্থকদের হাতে ধোনিকে মিস করার পোস্টার। যে দেখে প্রতিক্রিয়া দেওয়া থেকে নিজেকে বিরত রাখতে পারেননি বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলিও।

স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় হঠাৎই নিজের অবসরের কথা ঘোষণা করেছিলেন ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক এমএস ধোনি। চোখের জলে বিশ্বকাপ জয়ী অধিনায়ককে বিদায় জানিয়েছিল ক্রিকেট বিশ্ব।

ধোনির বিদায় অন্যান্য ক্রিকেটারদের পাশাপাশি আবেগঘন বার্তা দিয়েছিলেন বর্তমান ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। ধোনির অভাব যে অপূরণীয় তাও মেনে নিয়েছিলেন ভিকে। ধোনির কাছ থেকে অধিনায়কত্বের খুঁটিনাটি শিখেছিলেন তাও জানিয়েছেন ভিকে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন