- Home
- Sports
- Cricket
- IND VS SA: কোহলি-পুজারা থেকে অশ্বিন, দক্ষিণ আফ্রিকা সফরে একাধিক রেকর্ড গড়ার হাতছানি ভারতীয় ক্রিকেটারদের
IND VS SA: কোহলি-পুজারা থেকে অশ্বিন, দক্ষিণ আফ্রিকা সফরে একাধিক রেকর্ড গড়ার হাতছানি ভারতীয় ক্রিকেটারদের
- FB
- TW
- Linkdin
দক্ষিণ আফ্রিকা সফরে এখনও ভারতীয় ক্রিকেট দল টেস্ট সিরিজ জিততে পারেনি। চার বছর আগেও একটি টেস্ট জিতলেও সিরিজ ২-১ ব্যবধানে হারতে হয়েছিল ভারতকে। এবার সূবর্ণ সুযোগ রয়েছে বিরাট কোহলির দলের সামনে।
দক্ষিণ আফ্রিকা সফরে মাইলফলকের হাতছানি রয়েছে বিরাট কোহলির সামনে। পরপর তিনটি টেস্ট বিরাট কোহলি খেললে দেশের জার্সিতে একশোটি টেস্ট খেলার মাইল ফলক ছুঁয়ে ফেলবেন ভারতীয় টেস্ট অধিনায়ক। ভারতীয় দ্বাদশ ক্রিকেটার হিসেবে এই রেকর্ড গড়বেন তিনি।
একইসঙ্গে টেস্ট ক্রিকেটে ৮ হাজার রান করার মাইলফলকের সামনেও রয়েছেন বিরাট কোহলি। ৮ হাজার রান থেকে মাত্র ১৯৯ রান পেছনে রয়েছেন বিরাট কোহলি।যা এই ৩ ম্যাচের মধ্যে হওয়ার সম্ভাবনা রয়েছে।
সেঞ্চুরিয়ানে বিরাট কোহলি সেঞ্চুরি করলে, তিনি স্টিভ স্মিথকে পিছনে ফেলে সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরি করা ব্যাটসম্যানদের মধ্যে ১৫ নম্বরে পৌঁছে যাবেন। বিরাট ও স্মিথের নামে ২৭-২৭ টেস্ট সেঞ্চুরি রয়েছে। কোহলি যদি ২৮তম সেঞ্চুরি পূর্ণ করেন, তাহলে তিনি হাশিম আমলা এবং মাইকেল ক্লার্কের সমানে চলে আসবেন। এই দুই ক্রিকেটারই তাদের টেস্ট ক্যারিয়ারে ২৮-২৮ টেস্ট সেঞ্চুরি করেছিলেন।
সেঞ্চুরিয়ান টেস্টে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের রেকর্ডের সমান করতে পারেন বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে পন্টিংয়ের নামে ৭১টি সেঞ্চুরি রয়েছে। একই সময়ে, বিরাট এখনও পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে ৭০টি সেঞ্চুরি করেছেন।
এছাড়া অধিনায়ক হিসেবে পন্টিংয়ের সবচেয়ে বেশি সেঞ্চুরির রেকর্ডও ভাঙতে পারেন বিরাট। অস্ট্রেলিয়ার অধিনায়কত্বে পন্টিং সব ফর্ম্যাটে ৪১টি সেঞ্চুরি করেছিলেন। একই সঙ্গে অধিনায়ক হিসেবে ৪১টি সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টেই এই রেকর্ড ভাঙতে পারেন বিরাট কোহলি।
দীর্ঘ দিন ধরে ব্যাট হাতে ছন্দে নেই ভারতীয় টেস্ট দলের নাম্বার তিন চেতেশ্বর পুজারা। দক্ষিণ আফ্রিকা সফরে নিজের চেনা ছন্দে ফিরতে মরিয়া তিনি। একইসঙ্গে নজির গড়ার সুযোগও রয়েছে পুজারার সামনে। প্রোটিয়াদের বিরুদ্ধে ১৪ ম্যাচে ৭৫৮ রান করেছেন তিনি। আর ২৪২ রান করলেও প্রোটিয়াদের বিরুদ্ধে ১০০০ রান করবেন তিনি।
পুজারারা মত একই নজির গড়ার সুযোগ রয়েছে অজিঙ্কে রাহানের সামনেও। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিমধ্যেই ১০টি টেস্ট খেলেছেন রাহানে। ঝুলিতে রয়েছে ৭৪৮ রান। আর ২৫২ রান করতে পারলেই রেকর্ড গড়বেন রাহানে।
দক্ষিণ আফ্রিকা সফরে অনন্য রেকর্ড গড়ার গড়ার সুযোগ রয়েছে অশ্বিনের সামনেও। বর্তমানে টেস্ট ক্রিকেটে ভারতীয় অফ স্পিনারের উইকেট সংখ্যা ৪২৭। ইতিমধ্যেই টপকে গিয়েছেন হরভজন সিংকে। আর আটটি উইকেট নিতে পারলে কপিল দেবের ৪৩৪ উইকেটের মাইল ফলক টপকে যাবেন অশ্বিন।
ব্যক্তিগত রেকর্ডের সামনে মহম্মদ শামিও। আর ৫টি উইকেট নিলেই টেস্টে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়ে ফেলবেন বাংলার পেসার। ভারতের পঞ্চম পেসার হিসেবে এই মাইলফলক ছোঁবেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ টেস্টে ২১টি উইকেট নিয়েছেন শামি। এই সিরিজে আর আটটি উইকেট নিলে কোহলির নেতৃত্বে ১০০টি উইকেট হয়ে যাবে শামির।