- Home
- Religion
- Spritiual
- রাত পোহালেই শুরু ধনতেরাস, ঠিক কোন সময়টা সব থেকে বেশি শুভ ধাতুকের জন্য, জেনেই দোকানে যান
রাত পোহালেই শুরু ধনতেরাস, ঠিক কোন সময়টা সব থেকে বেশি শুভ ধাতুকের জন্য, জেনেই দোকানে যান
রাত পোহালেই ধনতেরাসের অনুষ্ঠান। প্রতিবছর বছর এই দিন সোনা গহনার দোকানে থাকে উপচে পড়া ভিড়। চলতি বছরের ছবিটা খানিকটা আলাদা হলেও, নিয়ম মেনেই বৃহস্পতিবার ও শুক্রবার ধাতু কিনবেন হাজার হাজার মানুষ। কিন্তু শুভ সময় কোনটা জানেন তো!
| Published : Nov 11 2020, 05:15 PM IST
- FB
- TW
- Linkdin
তিন মাস এই সুযোগ পাওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু সঙ্গে ছিল একটি শর্ত, যা অনেকেই হয়তো বুঝতে পারেননি।
এদিন বাড়ির জন্য কিছু না কিছু কিনতে হয়। ধাতুর কয়েন থেকে শুরু করে গহনা, বাসন। এই ধরনের জিনিস শুভ।
এই দিন ঝাটা কেনাও শুভ। মা লক্ষ্মীর পুজো করতে হয় এই বিশেষ তিথিতে। পুজো হয় ধনকুবেরের।
বাড়িতে অর্থের সংকট কাটাতে ও ক্ষ্মীর কৃপাদৃষ্টি বজায় রাখতেই এই দুদিন ব্যাপি পুজো হয় ঘরে ঘরে। জ্বালানো হয় বাতি
ঘরের সামনে রিদ্ধি, সিদ্ধি লেখা, মা লক্ষ্মীর পা আঁকা ও ধান রাখার প্রথাও রয়েছে এদিন। এতে অন্নের অভাব কেটে যায়।
শুক্রবার বিকেল ৫.২৮ মিনিট থেকে ৫.৫৯ মিনিট পর্যন্ত এবছর শুভ সময়। ঘড়ি ধরে চেষ্টা করুন এই সময় একটি ধাতু কেনার।
পাশাপাশি এই বিশেষ দিনে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে, আলো ঝলমলে করে রাখুন। এতে জীবনের অন্ধকার ও বিপদও অনেক অংশে কেটে যায়।