অষ্টমীতে দুর্গা দর্শনে হাজির সস্ত্রীক অমিতাভ, দিলেন পুষ্পাঞ্জলি
অষ্টমীতে দুর্গা দর্শনে বেড়িয়ে পড়লেন জয়া বচ্চন ও অমিতাভ বচ্চন। সাবেকি পোশাকে এদিন সকালে মুখার্জি বাড়িতে হাজির হন তিনি। সকলের সঙ্গে বসেই দেন পুষ্পাঞ্জলিও। দেখুন কিছু ছবি।
16

খামুখার্জি বাড়িতে দুর্গা পুজো উপলক্ষে তারকাদের সমাবেশের খবর নতুন নয়। প্রতিদিনই বলিউডের একাধিক স্টারের দেখা মেলে এখানে।
26
অষ্টমীর দিন সকালেমুখার্জি বাড়িতে পুজো উপলক্ষে হাজির হন অমিতাভ বচ্চন। সঙ্গে ছিলেন জয়াও।
36
সকলের সঙ্গে বসে সামিল হলেন পুজোয়। দিলেন পুষ্পাঞ্জলিও।
46
অষ্টমীর দিন নজর কাড়া লুক ছিল কাজলের। ব্যস্ততার ফাঁকেই সকলের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন তিনি।
56
মাথায় ফুল দিয়ে বাঙালি লুকে অষ্টমীতে হাজির কাজল। একইভাবে অষ্টমীর সাজে নজর কাড়েন জয়া বচ্চনও।
66
মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে অমিতাভ অবসরে তুলে নিলেন সেলফিও।
Latest Videos