পুজোর মাতল বলিউড, পঞ্চমী থেকেই মুখার্জি বাড়ি সরগরম, দেখুন অন্দরমহলের কিছু ছবি
First Published Oct 5, 2019, 12:24 PM IST
পুজোর আমেজে মাতল বলিউড। বিখ্যাত মুখার্জি বাড়ির পুজোয় সামিল বিটাউনের অনেকেই। ব্যস্ততার মধ্যেই দিন কাটছে কাজলের। পরিবারের সকলের সঙ্গে একযোগে আগমনী, সাবেকি লুকে সকলের সামনে সময় মত হাজির তনুজাও। দেখুন কিছু না দেখা ছবি।
সাবেকি সাজে দুর্গা প্রতিমা, সামনে রেড কার্পেট। সেখানেই সপরিবারে এসে ধরা দিলেন কাজল।
অনবদ্য ছিল তনুজার শাড়ি। পুজোর শুরুতে হালকা রঙই বেছে নিলেন তিনি। পাশে কাজল লাল পোশাকে সকলের নজর কাড়লেন।
পরিবারের সকলেই এদিন হাজির ছিলেন অতিথি আপ্যায়নে। মাতৃপ্রতিমার সামনেই করজোড়ে হাজির তাই পরিবারের সদস্যরা।
বলিউডে মুখার্জি বাড়ির পুজো মানেই তা ঘিরে সকলের উত্তেজনা তুঙ্গে। বলিউড সেলিব্রিটিদেরও ঢল নামে এই বাড়িতে।
মুখার্জি বাড়ির পুজো মানেই সেখানে পাত পেরে ভোগ খাওয়া। সকলকে প্রসাদ বিতরণ করা থেকে শুরু করে পুজো অর্চনা সব দিকেই থাকে কাজলের কড়া নজর।
সামনে থাকা রেড কার্পেটে এসেই দাঁড়ান বলি তারকারা। সেখান থেকেই পোজ দিয়ে ছবি তোলা থেকে সেলিব্রেশন, বাদ পরে না কিছুই।
এই পুজোয় কাজলের সঙ্গে পাল্লা দিয়ে নজর কাড়েন রানি মুখোপাধ্যায়ও।