দুর্গা পুজোর আনন্দে মাতলেন বলিউড অভিনেত্রী কাজল
দীর্ঘ এক বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে, উমা আবার বাপের বাড়িতে। তাই এখন উৎসবের মেজাজ চারিদিকে। কলকাতা তথা যেমন গোটা বঙ্গে এখন উৎসবের আমেজ, তেমনই পিছিয়ে নেই মুম্বইও। দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছেন বলিউড অভিনেত্রী কাজল।
16

কাজলের নিজেদের বাড়ির পুজোতে দেখা গেল তাঁকে। প্রত্যেক বছরই তাঁরা মুখার্জ্জী বাড়ির পুজোতে মেতে ওঠেন।
26
পুজোর সকালে কাজল-কে দেখা গেল নজরকাড়া লাল কুর্তিতে। পুজোর সকালে উজ্জ্বল রঙে অসাধারণ লাগছিল তাঁকে।
36
কাজল-এর সঙ্গে দেখা গেল তাঁর মাকেও। কন্যা কাজলের সঙ্গে সেলিব্রেশনের মুডে দেখা গেল তনুজা-কেও।
46
শুধুমাত্র মা, মেয়ে নয়, তাঁদের সঙ্গে দেখা গেল পরিবারের অনেককেই। দেখা গেল বোন তানিশা-কে।
56
কাজলের বোন তানিশা-কে দেখা যায়, গোলাপী রঙ-এর শাড়িতে। সকালের হালকা সাজে, তানিশা-কেও লাগছিল মোহময়ী।
66
পুজোর সকালে কাজল অঞ্জলিও দিলেন নিষ্ঠা সহকারে। পুজো মন্ডপে গিয়ে একেবারে বাঙালী মুডে তাঁকে অঞ্জলি দিতে দেখা গেল।
Latest Videos