- Home
- Religion
- Spritiual
- 'মানুষের থেকে উৎসবের মূল্য বেশি নয়', দুর্গা দর্শনে ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তোষ মিত্র স্কোয়ারের
'মানুষের থেকে উৎসবের মূল্য বেশি নয়', দুর্গা দর্শনে ঐতিহাসিক সিদ্ধান্ত সন্তোষ মিত্র স্কোয়ারের
করোনা আবহের মাঝেই দুর্গাপুজোর উদ্ভোধন কলকাতার ক্লাবে। আর এবার উদ্ভোধন হল কলকাতার অন্যতম দুর্গাপুজোর প্রাণকেন্দ্র সন্তোষ মিত্র স্কোয়ার। তবে করোনা আবহে বাইরের কেউ পুজো দেখার অনুমতি পেলেন না। ক্লাবের কিছু সংখ্যক সদস্যকে নিয়েই সম্পাদক শুক্রবার সন্তোষ মিত্র স্কোয়ারের চলতি বছরের দুর্গাপুজোর উদ্ভোধন সারলেন। তাঁদের এবারের নতুন স্লোগান 'হেঁটে নয়, নেটে দেখুন'।
| Published : Oct 16 2020, 06:15 PM IST / Updated: Oct 16 2020, 06:55 PM IST
- FB
- TW
- Linkdin
করোনা আবহে প্রতিদিন বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। তার উপর বিশেষজ্ঞরা পুজোয় আক্রান্তের সংখ্যা বাড়ার সম্ভাবনা জানিয়েছেন। তাই আগাম সতর্কতার পথে হাটল কলকাতার এই বিখ্য়াত পুজো কমিটি। আর তাঁদের এই সিদ্ধান্তকেই সম্মান জানিয়েছেন কলকাতার খ্যাতানামা চিকিৎসকেরা।
পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ জানিয়েছেন, 'দুর্গা পুজোকে ঘিরে রাজ্য়ে কয়েক হাজার কোটি টাকার বাজার তৈরি হয়। পুজো না হলে বড়সড় ক্ষতির সম্মুখীন হতে হবে। হাজার হাজার গরীব মানুষ অসুবিধায় পড়বেন।'
' আবার সংক্রমণ যদি বেড়ে যায়, তাহলে পুজোকেই দায়ী করা হবে। তাই পুজো দেখা এবার আমাদের পাড়ার মধ্য়েই সীমা বদ্ধ থাকবে, বাকিরা দেখবেন অনলাইনে' বলে জানিয়েছেন সন্তোষ মিত্র স্কোয়ার পুজো কমিটির সম্পাদক সজল ঘোষ।
দর্শকদের কাছে এবার তাঁদের আবেদন, ফেসবুক পেজ থেকেই করা যাবে সরাসরি সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গা প্রতিমা দর্শন। তবে কমিটির সদস্য এবং পাড়া প্রতিবেশিরা পরিচয় পত্র দেখিয়ে ভিতরে প্রবেশ করতে পারবেন।
প্রসঙ্গত সন্তোষ মিত্র স্কোয়ারের চলতি বছরের দুর্গাপুজো হচ্ছে বদ্রীনাথ মন্দিরের আদলে। যেখানে সাবেকিয়ানা এবং থিম মিলেমিশে একাকার। এবারের প্রতিমা তৈরি করেছেন মন্টু পাল।
পিছন ফিরে তাকালে মনে পড়বে, গত বছর ২০১৯ সালে সোনা দুর্গা বানিয়ে চমকিয়ে দিয়েছিল সন্তোষ মিত্র স্কোয়ার। ২০১৮ সালে ৪০ কোচি টাকার রুপোর রথ বানিয়ে অবাক করে দিয়েছিল রাজ্যবাসীকে।
তবে এবার চমক থাকলেও তা দেখতে চোখ রাখতে হবে অনলাইনে। পুজো কমিটির তরফে বলা হয়েছে, মানুষের মূ্ল্য়ের থেকে কোনওভাবেই উৎসবের মূল্য বেশি হতে পারে না।