কোনও তৃতীয় ব্যক্তি নয়, আলিয়া-রণবীরের বিয়ের স্বপ্নে এবার করোনার থাবা
রণবীরের প্রেম মানেই তা অস্থায়ী। ফলে আলিয়ার সঙ্গে সম্পর্ক টিকবে না, এমনটাই মত যখন বি-টাউনের এক শ্রেণির মানুষের ঠিক তখনই প্রকাশ্যে এসেছিল এক উড়ো কার্ড। আলিয়া ও রণবীরের বিয়ের। তাঁরা সাতপাকে বাঁধা পড়তে চলেছে। কিন্তু সেই কার্ড ছিল ভুঁয়ো। এবার সত্যিই যখন দুই পরিবারের তরফে শুরু হল তোর জোর, তখন বাধা হয়ে দাঁড়ালো করোনা।
| Updated : Apr 04 2020, 11:32 AM
2 Min read
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
110
)
অবশেষে কি তিনিই কাপুর পরিবারের বউ হচ্ছেন! এখনও প্রশ্ন অধিকাংশের মনেই। এর আগে একাধিকবার বিয়ে স্থির হয়েছিল রণবীরের।
210
ক্যাটরিনার সঙ্গে হয়ে গিয়েছিল আংটি বদলও। কিন্তু টেকেনি সেই বিয়ে। এমনই পরিস্থিতিতে আলিয়াকে নিয়ে এত মাতা মাতি, শেষ পর্যন্ত বিয়ে কবে।
310
গত কয়েকবছর ধরেই এই প্রশ্ন ঘুরছে ভক্তদের মনে। এমন অবস্থাতে দাঁড়িয়ে হঠাৎই সামনে উঠে এসেছিল আলিয়ার বিয়ের কার্ড। কিন্তু তা ভুঁয়ো। যদিও এই দুই তারকা প্রকাশ্যেই নিজেদের সম্পর্ক নিয়ে আলোচনা করতে পছন্দ করেন।
410
নেই কোনও রাখ ঢাক। এক সাক্ষাৎকারে রণবীর বলে ছিলেন আগে ব্রহ্মাস্ত্র। তবে কী তারপরই বিয়ে। সূত্রের খবর অনুযায়ী জানা যায় তাঁরা একে অন্যের সঙ্গে এবছর ডিসেম্বরেই বিয়ে সারবেন।
510
কানা ঘুষো শোনা গিয়েছিল ২১ ডিসেম্বর থেকে বসবে বিয়ের আসর। শুরু হয়ে গিয়েছে কেনা কাটাও। কিন্তু শেষ রক্ষা হল না।
610
করোনার থাবায় এবার পিছতে চলেছে বিয়ে। সূত্র অনুযায়ী এই বছর কোনও বড় অনুষ্ঠানই নয়। তাই তাঁদের বিয়েও হচ্ছে না।
710
ডেস্টিনেশন ওয়েডিং নয়, সাত পাকে বাধা পড়তে মুম্বইতেই বসার কথা ছিল বিয়ের আসর। কিন্তু আপাতত সেই স্বপ্নে স্থগিত।
810
যদিও লক ডাউনে মোটেই বাড়েনি দুরত্ব। দুই তারকা এখন রয়েছেন লিভ ইন-এ। রণবীরের ফ্যাটই এখন আলিয়ার স্থায়ী ঠিকানা।
910
তবে কবে এই দুই তারকা গাটছড়া বাঁধবেন, আদেও এই সম্পর্ক পরিণতী পাবে তো, এমনই জল্পনা এখন বি-টাউনের সর্বত্র।
1010
কেবল এই জুটিরই নয়, করোনার জন্য বিয়ে পিছিয়ে গিয়েছে বরুণ ধাওয়ান সহ আরও অনেক তারকারই। ছবির মুক্তিতেও অনির্দিষ্টতা।