- Home
- Entertainment
- Bengali Cinema
- একশো শতাংশ সিট নিয়েই এবার খুলছে সিনেমাহল, মেনে চলতে হবে একাধিক নয়া নির্দেশিকা
একশো শতাংশ সিট নিয়েই এবার খুলছে সিনেমাহল, মেনে চলতে হবে একাধিক নয়া নির্দেশিকা
- FB
- TW
- Linkdin
একের পর এক বিগ বাজেট ছবি মুক্তি পাচ্ছিল ওটিটি প্ল্যাটফর্মে। সিনেমাহলে সেভাবে মিলছিল না দর্শকদের দেখা। এবার তাই সুখবর শোনালো তথ্য সম্প্রচারক মন্ত্রক।
শনিবার এক বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেওয়া হল যে এবার থেকে খুলে দেওয়া হবে সিনেমাহলের একশো শতাংশ সিট।
তবে মেনে চলতে হবে বিশেষ কিছু নিয়ম। আগের থেকেও এবার অনেক বেশি সতর্কতার দিকে নজর রাখতে হবে বলেও জানানো হয়।
পাঁচ পাতার এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে দুটি শো-এর মাঝে স্যানিটাইজেশন করা মাস্ট। পাশাপাশি সময় রাখতে হবে বেশি, যাতে হুরোহুরি না হয় ও সকলে ধীরে সুস্থে সময় নিয়ে ঢুকতে পারে।
টিকিট বিক্রির সময় নিতে হবে ফোননম্বর। দেখতে হবে দেহের তাপমাত্রা। প্রেক্ষাগৃহে তাপমাত্রা থাকতে হবে ২৪ থেকে ৩০ ডিগ্রি।
খাবারের জায়গাতে বা টিকিট কাটার জায়গাতে ডিজিটাল পেমেন্টের দিকেই বিশেষ নজর দিতে হবে। মুখে মাস্ক ও স্যানিটাইজেশন একান্ত জরুরী।
ভোটের সব খবর জানতে ক্লিক করুন এশিয়ানেট নিউজ বাংলার 'www.bangla.asianetnews.com' -এ।