থালাইভা থেকে প্রভাস, করোনা সঙ্কটে অনুদানের দিক থেকে এগিয়ে কে
| Updated : Mar 28 2020, 02:36 PM IST
থালাইভা থেকে প্রভাস, করোনা সঙ্কটে অনুদানের দিক থেকে এগিয়ে কে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
18
করোনা ত্রাণে ১ কোটি টাকা দিয়েছেন 'বাহুবলী' খ্যাত স্টার প্রভাস।
28
করোনা মোকাবিলায় ৫০ লাখ টাকা দিয়ে আর্থিক সহায়তা করেছেন দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত।
38
১ কোটি টাকা দিয়ে সাহায্য করেছেন দক্ষিণী অভিনেতা চিরঞ্জীবী।
48
দক্ষিণী অভিনেতা কমল হাসান জনসেবার জন্য নিজের বাড়ি দিয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। তিনি এও বলেছিলেন যে তার বাড়িটিকে তিনি অস্থায়ী হাসপাতালে রূপান্তরিত করতে চান।
58
সুপারস্টার মহেশ বাবু করোনার জন্য ১ কোটি টাকা অনুদান করেছেন।
68
দক্ষিণী স্টার পবণ কল্যান ২ কোটি টাকা অনুদান করেছেন। তার মধ্যে কেন্দ্রীয় সরকারকে ১ কোটি টাকা এবং অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানা সরকারকে ৫০ লক্ষ টাকা অনুদান দিয়েছেন।
78
প্রকাশ রাজও নিজের সাধ্যমতো ২৫ কেজি ওজনের ১৫০ ব্যাগ চাল অনুদান করেছেন।
88
দক্ষিণী স্টার রাম চরণ করোনা মোকাবিলায় ৭০ লক্ষ টাকা অনুদান করেছেন।