- Home
- Entertainment
- Bengali Cinema
- 'রান্নাঘরের জন্মদিন' আড্ডা ও সঙ্গে স্পেশ্যাল মেনু, জমজমাট সেলিব্রেশনের অতিথি কারা?
'রান্নাঘরের জন্মদিন' আড্ডা ও সঙ্গে স্পেশ্যাল মেনু, জমজমাট সেলিব্রেশনের অতিথি কারা?
- FB
- TW
- Linkdin
১৬ বছরের যাত্রা শেষ করে এবার ১৭ বছরে পা দিল জি বাংলার রান্নাঘর। বাঙালি মানেই খাদ্যপ্রিয় মানুষ, আর প্রতিদিন বিকেলেই মানুষের হেঁসেলের নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হয় বাংলার এই জনপ্রিয় শো যা নিয়ে দর্শকদের উন্মাদনার ও শেষ নেই।
এদিন জি বাংলার রান্নাঘরের সেলিব্রেশনে বসেছিল একেবারে চাঁদের হাট। টেলিভিশন তারকা থেকে সঙ্গীত শিল্পী সকলকে নিয়েই একেবারে ধামাকাদার সেলিব্রেশনে মেতেছিল এই শো। সম্প্রতি হয়ে গেল এই বিশেষ এপিসোডের শ্যুটিং।
রান্নাবান্না থেকে গান আড্ডা একাধিক সেলিব্রেশনে মেতেছিল জি বাংলার রান্নাঘর। নিজে হাতে এদিন এক বিশেষ রেসিপি রান্না করেছেন শো- এর সঞ্চালক সুদীপা।
'রান্নাঘর'- এর এই বিশেষ পর্বে উপস্থিত ছিলেন বাঙালি অভিনেতা বিশ্বনাথ বসু, জনপ্রিয় সঙ্গীত শিল্পী জোজো এবং সেইসঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কড়ি খেলা ধারাবাহিকের 'বারান্দা ক্যাফে'- র সদস্যরা অর্থাৎ অভিনেত্রী শ্রীপর্ণা রায় এবং অভিনেতা আনন্দ ঘোষ।
এপিসোডের শ্যুটিংয়ের মাঝেই এদিন বিরাট আড্ডায় মেতেছিলেন সকলে। একসঙ্গে ছবি তোলা, খাওয়া দাওয়া, হইহুল্লোড় সেলিব্রেশনে খামতি ছিল না কিছুরই।
বর্ষপূর্তির এই এপিসোডে দর্শকদের জন্য বিশেষ এক রেসিপি নিয়ে হাজির হতে চলেছে রান্নাঘর। কী জানেন? এদিনের রেসিপিতে থাকছে বাঙলির প্রিয় মাংসের সঙ্গে গ্রীষ্মের আমের ছোঁয়া। বিশেষ এই এপিসোডের বিশেষ রেসিপি হল 'আম মোরগের পোলাও।'
কব্জি ডুবিয়ে খাওয়ার স্বাদ এবং সঙ্গে জমজমাট আড্ডার অনুভূতি এই সবের মেলবন্ধন নিয়েই হাজির হতে জি বাংলার রান্নাঘর।
শুধু গান আর আড্ডাই নয় এই বিশেষ পর্বে রয়েছে আরও চমক। শ্রীপর্ণা- আনন্দর বিশেষ একটি পারফরম্যান্স হল এই এপিসোডে দর্শকদের কাছে আর এক বাড়তি উপহার।
দীর্ঘদিন ধরেই দর্শকদের বিনোদনের পাশাপাশি রান্নার হাজারো রেসিপির সন্ধান দিয়ে চলেছেন জি বাংলার রান্নাঘর। প্রতি বছরের মত এই বছরেও তাই বর্ষপূর্তির এপিসোডটিকে বিশেষভাবে গড়ে তোলা হয়েছে।
ভুরি ভোজ থেকে নাচ গান আড্ডার জমজমাট প্যাকেজ নিয়ে শীঘ্রই পর্দায় হাজির হতে চলেছে রান্না ঘরের এই বিশেষ পর্ব। কবে জানেন? আগামী ৯ মে, সোমবার টেলিকাস্ট হতে চলেছে জি বাংলা রান্নাঘরের বর্ষপূর্তির এই বিশেষ পর্ব।