- Home
- Entertainment
- Bengali Cinema
- 'সন্তানের মধ্যেই ফিরে এল জুনিয়র চিরু', সুপারস্টার স্বামীর মৃত্যর পর ছেলের মা হলেন মেঘনা রাজ
'সন্তানের মধ্যেই ফিরে এল জুনিয়র চিরু', সুপারস্টার স্বামীর মৃত্যর পর ছেলের মা হলেন মেঘনা রাজ
- FB
- TW
- Linkdin
মহাষষ্ঠীর সকালেই পুত্র সন্তানের জন্ম দিলেন প্রয়াত সুপারস্টার পত্নী মেঘনা রাজ। সদ্যোজাত এবং মেঘনা দুজনেই সুস্থ রয়েছে।
প্রয়াত অভিনেতার ভাইয়ের ধ্রুব সারজার কোলে সদ্যোজাতকে তুলে দিয়েছেন ডাক্তাররা।
হাসপাতালে প্রয়াত অভিনেতা চিরঞ্জিবীর ছবির সামনে তার ছেলেকে ধরে রয়েছেন ডাক্তাররা। মুহূর্তের মধ্যে এই ছবি ভক্তদের চোখে জল এনে দিয়েছে।
প্রয়াত অভিনেতা চিরঞ্জিবীর স্ত্রী মেঘনা তখন ৫ মাসের অন্তঃসত্ত্বা। আর কয়েকদিনের মধ্যে তারা ফ্যানেদের সঙ্গে এই খবর শেয়ার করে নিতেন। কিন্তু তা আর হল না। প্রথম সন্তান পৃথিবীতে আসার আগেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়লেন।
চিরঞ্জিবী ও মেঘনার পুত্রসন্তান হওয়ার খবরে সকলেই খুশি। ভক্তরা নতুন অতিথির জন্য ভালবাসা ও শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন।
সকলের মুখে একই কথা, 'আমাদের চিরু ফিরে এসেছে'।
মাত্র দুবছর আগে ২০১৮ সালেই মেঘনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন জনপ্রিয় কন্নড় অভিনেতা চিরঞ্জিবী।
তার মধ্যেই অভিনেতার অকাল মৃত্যু এখনও মেনে নিতে পারছেন না অনুরাগীরা। চিরঞ্জিবীর শেষ ছবি 'রাজা মার্থান্ডা'র শ্যুটিং শেষ না করেই পরলোকে গমন করলেন অভিনেতা।