ছুটকির সঙ্গে প্রতারণা, ভীমের বিয়েতে বেজায় চটল নেট-দুনিয়ায়
- FB
- TW
- Linkdin
লকডাউনের মাঝে ছোট ভীম সম্প্রচারে নয়া মোড়। ভীমের বিয়ে নিয়ে সরব হল নেট দুনিয়া। একাধিক মিমে ভরতে থাকল সোশ্যাল মিডিয়া।
ভীমের ছোটবেলার বন্ধু ছুটকি। ভীমের সঙ্গে প্রতিটা পদক্ষেপে থাকে সে। যখনই প্রয়োজন ভীমকে লাড্ডুও সরবরাহ করে থাকে ছুটকি। তবে ভীম এ কী করল!
বিয়ের জন্য ভীম বেছে নিল ঢোলকপুরের রাজকন্যা ইন্দুমতীকে! এতেই মেজাজ হারাল সকলে। ছুটকির পাশে দাঁড়াতে তৈরি হল একাধিক মিম।
সিনেমার দৃশ্য থেকে শুরু করে বিভিন্ন সংলাপে উঠে এল ছুটকির নির্মম পরিণতীর কথা। ভীম কেন এমন কাজ করলেন, নেটদুনিয়ায় ট্রেন্ড করছে জাস্টিস ফর ছুটকি।
মিমের মধ্যে তোপের শিকার ভীম, কেন ইন্দুমতীকে বিয়ে করল ভীম, কারণ সে রাজার মেয়ে, তাই রাজার মত থাকতে এই সিদ্ধান্ত ভীমের।
কোথাও শাহরুখ খানের কাছে পৌঁচ্ছে ছুটকি জানতে চাইল এমন কী আছে ইন্দুমতীর কাছে যা আমার নেই!
আবার রণবীর সিং-এর মুখে ভীমের মুখ বসিয়ে তুলে ধরা হল সংলাপ, ভীম ছুটকির সঙ্গে কেবল ঘুরেছে ভীম, ভালোবেসেছে ইন্দুমতীকে।
এখন ভীম ইন্দুমতীর সম্পর্কের মাঝে চুটকি, না ছুটকি ভীমের মাঝে ইন্দুমতী, এই তরজায় মেতেছে নেট দুনিয়া।