- Home
- Entertainment
- Bengali Cinema
- সানি লিওনকে আদর্শ মেনেই পা রেখেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, চমকে যাবেন বাঙালি কন্যার সাহসীপনায়
সানি লিওনকে আদর্শ মেনেই পা রেখেছেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, চমকে যাবেন বাঙালি কন্যার সাহসীপনায়
- FB
- TW
- Linkdin
বাংলা চলচ্চিত্রের লাস্যময়ীদের তালিকা দিনের পর দিন বেড়েই চলেছে। একের পর এক আবেদনময়ীরা উঠে আসছেন পর্দা কাঁপাতে।
সেরকমই একজন নেটদুনিয়ার নয়া সেনসেশন হলেন নয়না গঙ্গোপাধ্যায়। যার শরীরের উষ্ণতা, আবেগঘন চাহনিতে বুঁদ হয়েছে নেটদুনিয়া।
রামগোপাল ভার্মা পরিচালিত 'মেরি বেটি সানি লিওন বাননা চাহতি হ্যায়' সিনেমায় প্রথমনজর কেড়েছিলেন নয়না। তারপর তিনি যেন সানি লিওনকেও ছাঁপিয়ে গেছেন।
'চরিত্রহীন' ওয়েবসিরিজ দিয়ে বাংলা অভিনয়ের জগতে প্রথম কাজ করেন নয়না। খোলামেলা সাহসী দৃশ্যে অভিনয় করে দর্শকদের মন জিতে নিয়েছেন এই তন্বী অভিনেত্রী।
চরিত্রের জন্য যতটা খোলামেলা দরকার ততটাই বেশ সাবলীলতার সঙ্গে তিনি প্রদর্শন করেছেন। সবরকম চরিত্রের জন্যই তিনি নিজেকে তৈরি করতে প্রস্তুত।
সাহসী দৃশ্যে বাজিমাত করা এই বঙ্গ তনয়াকে ৩০০ জনের মধ্যে থেকে খুঁজে বের করেছিলেন পরিচালক রামগোপাল ভার্মা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, রামগোপাল ভার্মাকেই নিজের মেন্টর মনে করেন নয়না। সম্প্রতি আবারও রামগোপালের পরিচালনায় দেখা যাবে নয়নাকে।
বর্তমানে বাংলা ছবির থেকেও হিন্দি ছবিতে বেশি ফোকাস করছেন অভিনেত্রী। রামগোপাল ভার্মার পরিচালনায় 'গানস অ্যান্ড থাইস'-ওয়েব সিরিজে দেখা যাবে নয়নাকে। যদিও করোনার জেরে এই আপাতত পিছিয়ে গেছে মুক্তির দিন।
যদিও রামগোপাল ভার্মা এমনই সমস্ত হট ডিভাদের সামনে নিয়ে আসে যাদের মধ্যে সকলের থেকে অন্য একটা আকর্ষণীয় বিষয় থাকবে। আরে তেমনটাই তিনি খুঁজে পেয়েছন নয়নার মধ্যে।
কিছুদিন আগেও দক্ষিণী সিনেমার 'মন মেরা মন' ভিডিও গানটি প্রকাশ্যে আসা মাত্রই রীতিমতো সোশ্যাল মিডিয়ায় হৈচৈ পড়ে ফেলে দিয়েছিলেন নয়না। সমুদ্রের পাড়ে কালো বিকিনিতে শরীরী হিল্লোলে উষ্ণতায় মত্ত হয়েছিলেন অভিনেত্রী। এর আগে যৌন আবেদনপূর্ণ দৃশ্যে অভিনয় করে বাজিমাত করেছেন নয়না।