বর্ষবরণে গালা ডিনার, কলকাতার রেস্তোরা সুরক্ষার কথা মাথায় রেখে প্রস্তুত সেলিব্রেশনে
| Published : Dec 30 2020, 03:07 PM IST
বর্ষবরণে গালা ডিনার, কলকাতার রেস্তোরা সুরক্ষার কথা মাথায় রেখে প্রস্তুত সেলিব্রেশনে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
15
হাতে কোনও মেনু নয়, দেওয়া হচ্ছে কিউআর স্ক্যানারে মেনু। নিজের ফোন থেকে তা স্ক্যান করে নিয়ে ওডার দিতে হবে খাবারের।
25
সব রেস্তোরাতে এখনও পর্যন্ত দুটি টেবিলের মাঝে শিল্ড বসানো সম্ভবপর হয়ে ওঠেনি। তাই ৫০ শতাংশ সিটেই পরিবেশন করা হবে খাবার।
35
রেস্তোরার সামনে ভিড় করা হয়। ফোন করে বুকিং করে নেওয়া যাবে। নাম লিখিয়ে টাইম বুকিং করার ব্যবস্থাও রয়েছে।
45
হাত স্যানিটাইজ করে তবেই ঢোকানো হচ্ছে। মুখে মাস্ক বাধ্যতা মূলক। প্লেট ডিস্পোজেবেল দেওয়া হবে। যাতে বাসনপত্র থেকে সংক্রমণ ছড়ানোর আশঙ্কা কমে।
55
ওয়েটার বয়দের হাতে থাকবে গ্লাফস ও মুখে মাস্ক। সঙ্গে হেয়ার কেয়ার বাধ্যতামূলক। বিল বা টাকা লেনদেনের জন্য অনলাইনকেই বেশি গুরুত্ব দিচ্ছে বিভিন্ন রেস্তোরা।