১৯৬০ থেকে ২০১৬, কোন দেশ জিতেছে ইউরো সেরার শিরোপা, জেনে নিন এক ঝলকে
| Published : Jun 09 2021, 10:57 AM IST / Updated: Jun 09 2021, 10:58 AM IST
১৯৬০ থেকে ২০১৬, কোন দেশ জিতেছে ইউরো সেরার শিরোপা, জেনে নিন এক ঝলকে
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
115
১৯৬০ সালে প্রথম ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের আয়োজক দেশ ছিল ফ্রান্স। ফাইনালে ২-১ ব্যবধানে যুগোস্লোভিয়াকে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল সোভিয়েত ইউনিয়ন।
215
১৯৬৪ সালে ইউরো কাপের আয়োজক দেশ ছিল স্পেন। আয়োজক দেশ হিসেবে প্রথমবার চ্যাম্পিয়ন হয় স্প্যানিশ আর্মাডারা। ফাইনালে সোভিয়েতত ইউনিয়নকে ২-১ গোলে হারায় স্পেন।
315
১৯৬৮ সালেও আয়োজক দেশ হিসেবে ইউরো কাপের চ্যাম্পিয়ন হয় ইতালি। তবে প্রথম ফাইনাল ১-১ গোলে ড্র হওয়ায় রিপ্লে হয় ম্যাচের। রিপ্লে ম্য়াচে যুগোস্লোভিয়াকে ২-০ গোলে হারায় ইতালি।
415
১৯৭২ সালে ইউরো কাপের আয়োজক দেশ ছিল বেলজিয়াম। ফাইনালে মুখোমুখি হয়েছিল পশ্চিম জার্মানি ও সোভিয়েত ইউনিয়ন। ৩-০ গোল্ ম্য়াচ জিতে প্রথমবার ইউরো চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি।
515
১৯৭৬ সালে আয়োজক দেশ ছিল যুগোস্লোভিয়া। ফাইনালে ওঠে পশ্চিম জার্মানি ও চেকোস্লোভিয়া। নির্ধারিত সময়ে ২-২ ব্যবধানে ড্র হয় খেলা। টাই ব্রেকারে ৫-৩ ব্যবধানে জয় পায় চেকোস্লোভিয়া।
615
১৯৮০ সালে ইউরো কাপে আয়োজক দেশ ছিল ইতালি। ফাইনালে বেলজিয়ামকে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পশ্চিম জার্মানি।
715
১৯৮৪ সালে আয়োজক দেশ হিসেবে ইউরো সেরা হয় ফ্রান্স। ফাইনালে ফরাসীরা মুখোমুখি হয়েছিল স্পেনের। ২-০ গোলে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।
815
১৯৮৮ সালে ইউরো কাপের আয়োজক দেশ ছিল পশ্চিম জার্মানি। ফাইনালে মুখোমুখি হয় নেদারল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন। ২-০ গোলে ম্যাচ জজিতে চ্যাম্পিয়ন হয় ডাচরা।
915
১৯৯২ সালে আয়োজক দেশ ছিল সুইডেন। ফাইনালে উঠেছিল জার্মানি ও ডেনমার্ক। ২-০ গোলে ম্যাচ জিতে প্রথমবার ইউরো সেরা হয় ডেনমার্ক।
1015
১৯৯৬ সালে প্রথমবার ইউরো কাপের আয়োজক দেশ হয় ইংল্যান্ড। ফাইনালে চেক রিপাবলিককে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন জার্মানি।
1115
২০০০ সালে প্রথম একসঙ্গে দুটি দেশ ইউরো কাপের আয়োজ করে। বেলজিয়াম ও নেদারল্যান্ডে বসে আসর। ফাইনালে ইতালিকে ২-১ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ফ্রান্স।
1215
২০০৪ সালে ইউরো কাপের আয়োজন করে পর্তুগাল। ফাইনালেও ওঠে ফিগো ও তরুণ রোনাল্ডোরা। কিন্তু ফাইনালে গ্রিসের কাছে ১-০ গোলে হারতে হয় পর্তুগালকে।
1315
২০০৮ সালে ইউরো কাপের আয়োজন করে অস্ট্রিয়া ও সুইজারল্যান্ড। ফাইনালে মুখোমুখি হয় স্পেন ও জার্মানি। ১-০ গোলে ম্যা জিতে চ্যাম্পিয়ন হয় স্পেন।
1415
২০১২ সালে ইউরো কাপের আয়োজন করে পোল্যান্ড ও ইউক্রেন। ফাইনালে ইতালিকে ৪-০ গোলে হারিয়ে প্রথম দেশ হিসেবে পরপর দুবার চ্যাম্পিয়ন হয় স্পেন।
1515
২০১৬ সালে ইউরো কাপের আয়োজক দেশ ছিল ফ্রান্স। ফাইনালে পর্তগালের মুখোমুখি হয় ফরাসীরা। অতিরিক্ত সময়ের গোলে ১-০ ব্যবধানে ম্যাচ জিতে প্রথম বার ইউরো চ্যাম্পিয়ন হয় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।