'CR7'-কে পাচ্ছে না ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, হতাশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সমর্থকরা
- FB
- TW
- Linkdin
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জুভেন্তাস ছাড়ার জল্পনা শুরু হতেই তাকে পেতে ময়দানে নেমেছিল একাধিক ক্লাব। ম্য়াঞ্চেস্টার সিটির সঙ্গে কথাও চূড়ান্ত হয়ে গিয়েছিল সিআরসেভেনের। কিন্তু শেষ পর্যন্ত সিটি নয়, পুরোনো ক্লাব ম্যান ইউতে যাওয়ার সিদ্ধান্ত নেন রোনাল্ডো।
জানা গিয়েছে, রোনাল্ডোকে নেওয়ার জন্য ট্রান্সফার ফি বাবদ জুভেন্টাসকে ২১.৪ মিলিয়ন পাউন্ড (ভারতীয় টাকায় ২১৬.৫ কোটি) দেবে ম্যান ইউ। রোনাল্ডোর সাপ্তাহিক বেতন হতে চলেছে ৪ কোটি টাকা।
১২ বছর পর রোনাল্ডোর 'ঘর ওয়াপসি' হলেও, 'সিআরসেভেন'-কে পাচ্ছে না রেড ডেভিলসরা। শুনতে অবাক লাগলে এটাই সত্যি। কারণ ম্য়ান ইউতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জার্সি নাম্বার ৭ হবে কিনা তা নিয়ে রয়েছে জল্পনা।
কারণ মরসুম শুরু হয়ে গিয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সাত নম্বর জার্সিটি এডিসন কাভানির দখলে। আর ইংলিশ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী রেজিস্ট্রেশন হওয়ার পর মরসুমের মাঝ পথে তা বদল সম্ভব নয়।
কারণ প্রিমিয়ার লিগের নিয়ম অনুযায়ী মরসুম শুরুর আগে প্রতিটি ফুটবলারকে তাদের জার্সি নাম্বার সহ সই করাতে হয়। বর্তমানে সাত নম্বর জার্সি পড়ে কাভানি খেলছেন। ফলে কোনও প্লেয়ার ক্লাব ছাড়া না পর্যন্ত সেই জার্সি অন্য কাওকে দেওয়া যায় না।
ইংলিশ প্রিমিয়ার লিগ এখনও তাদের নিয়মে কোনও পরিবর্তন আনার ঘোষণা করেনি। ফলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অন্য কোনও জার্সি পড়ে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে খেলার সম্ভাবনাই বেশি।
২০০৩ সালে ম্য়াঞ্চেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার আগে পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে খেলার সময় ২৮ নম্বর জার্সি পড়ে খেলতেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেই জার্সি পড়েই ফের দেখা যাবে কিনা তা নিয়েও চলছে জল্পনা।
এর আগে লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে ফরাসী ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন। কিন্তু সেখানেও এমএমটেনকে পাওয়া যাবে না। পিএসজিতে ৩০ নম্বর জার্সি পড়ে খেলতে দেখা যাবে মেসিকে।
ফুটবল মাঠে চিরপ্রতীদ্বন্দ্বী হলেও, দল বদলের বাজারে কিন্তু মিল রয়েছে মেসি-রোনাল্ডোর। একইসঙ্গে দল বদল করার পাশাপাপাশি দুই মহাতারকাই পাচ্ছে না তাদের প্রিয় জার্সি নাম্বার।
মেসির ক্ষেত্রে জার্সি নাম্বার ঠিক হয়ে গেলেও, রোনাল্ডোর ক্ষেত্রে এখনও কোনও জার্সি নাম্বার ঠিক হয়নি। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জন্য ইপিএল কর্তৃপক্ষ নিয়ম বদল করে কিনা সেই বিষয়টিও দেখার।