এবার হারলেই বিদায়, জেনে নিন ইউরো কাপের শেষ ষোলোর সম্পূর্ণ ক্রীড়া সূচি
শেষ হয়ে গিয়েছে ইউরো কাপের গ্রুপ পর্বে খেলা। ইতিমধ্যেই ১৬টি দল জায়গা করে নিয়েছে পরের রাউন্ডে। গ্রুপ 'এ' থেকে উঠেছে ইতালি, ওয়েলস, সুইজারল্যান্ড, গ্রুপ 'বি' থেকে বেলজিয়াম, ডেনমার্ক, গ্রুপ 'সি' থেকে নেদারল্যান্ড, অস্ট্রিয়া, ইউক্রেন, গ্রুপ 'ডি' থেকে ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, চেক প্রজাতন্ত্র, গ্রুপ 'ই' থেকে সুইডেন, স্পেন, গ্রুপ 'এফ' থেকে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল। আগামি শনিবার থেকে শুরু হতে চলেছে ইউরোর ২০২০-র শেষ ষোলো অর্থাৎ নকআউট পর্বের খেলা। ফলে আরও টানটান, রুদ্ধশ্বাস ফুটবল দেখার অপেক্ষায় বিশ্ব জুড়ে ফুটবল প্রেমিরা। এক নজরে দেখে নিন ইউরো কাপের প্রি কোয়ার্টার ফাইনালের সূচী।
- FB
- TW
- Linkdin
২৬ শে জুন - ডেনমার্ক বনাম ওয়েলস (আমস্টারডাম, রাত ৯ টা ৩০ মিনিট)
২৭ শে জুন - ইতালি বনাম অস্ট্রিয়া (ওয়েম্বলি, রাত ১২ টা ৩০ মিনিটে)
২৭ শে জুন - নেদারল্যান্ড বনাম চেক প্রজাতন্ত্র (বুদাপেস্ট, রাত ৯ টা ৩০ মিনিট)
২৮ শে জুন - বেলজিয়াম বনাম পর্তুগাল (সেভিয়া, রাত ১২ টা ৩০ মিনিটে)
২৮ শে জুন - ক্রোয়েশিয়া বনাম স্পেন (কোপেনহেগেন, রাত ৯ টা ৩০ মিনিটে)
২৯ শে জুন - ফ্রান্স বনাম সুইজারল্যান্ড (বুখারেস্ট, রাত ১২ টা ৩০ মিনিটে)
২৯ শে জুন - ইংল্যান্ড বনাম জার্মানি (ওয়েম্বলি, রাত ৯ টা ৩০ মিনিটে)
৩০ শে জুন - সুইডেন বনাম ইউক্রেন (গ্লাসগো, রাত ১২ টা ৩০ মিনিটে)