চ্যাম্পিয়নস লিগে যোগ্যতা অর্জন করল ইপিএলের ৪টি দল,জেনে নিন তাদের খুঁটিনাটি
- FB
- TW
- Linkdin
লিভারপুল-
গত মরশুমে মাত্র ১ টি ম্যাচে হারলেও ১ পয়েন্টের জন্য লিগ হাতছাড়া হয়েছিল জুর্গেন ক্লপের দলের। এই মরশুমে দ্বিগুন মরিয়া হয়ে প্রিমিয়ার লিগ জয়ের জন্য ঝাঁপিয়েছিল তারা। অন্যান্য প্রতিযোগিতা থেকে তাড়াতাড়ি ছিটকে যাওয়া শাপে বর হয়েছে তাদের কাছে। মহামারীর জন্য ফুটবল বন্ধ হওয়ার আগে দ্বিতীয় স্থানে থাকা ম্যান সিটির ২৫ পয়েন্টে এগিয়ে গিয়েছিল তারা। ফুটবল ফেরার পর ছন্দপতন ঘটেছিল তাদের। কিন্তু তাতে লিগ জিততে অসুবিধা হয়নি।
ম্যানচেস্টার সিটি-
গোটা মরশুমে সিটি ভুগছে ডিফেন্সের সমস্যায়। দুর্বল ডিফেন্সের জন্য তাদের হারতে হয়েছে নরউইচ সিটি, উলভসের মতো দলের কাছে। এদিকে যেই ম্যাচ গুলো তারা জিতেছে তার মধ্যে বেশিরভাগ গুলিতেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছে তারা। এখনও চ্যাম্পিয়ন্স লিগের খেলা বাকি রয়েছে তাদের।
ম্যানচেস্টার ইউনাইটেড-
শুরুতে নড়বড়ে দেখালেও ২০২০ এর ফেব্রুয়ারি থেকে অসাধারণ ফর্মে রয়েছে তারা। ব্রুনো ফার্নান্দেজ-কে সই করানোর পর থেকে দলের পারফরম্যান্সে অনেক উন্নতি ঘটেছে। একসময় ৮ নম্বরে থাকা দল পরপর ম্যাচ জিতে শীর্ষ চারটি জায়গায় উঠে এসেছে। এখনও ইউরোপা লিগে খেলা বাকি রয়েছে তাদের।
চেলসি-
দলের দীর্ঘদিনের তারকা হ্যাজার্ড ছেড়ে চলে গেছে মরশুমের শুরুতেই। দলে একাধিক নতুন তরুণ প্রতিভা এবং নতুন কোচ হয়ে এসেছেন এককালে ক্লাবে দাপিয়ে খেলে যাওয়া ফ্রাঙ্ক ল্যাম্পার্ড। নিজের প্রথম মরশুমের হিসাবে যথেষ্ট ভালো ফল করেছেন ল্যাম্পার্ড। চেলসি-কে টপ ফোরে রাখার পাশাপাশি এফ.এ কাপের ফাইনালেও তুলেছেন দলকে। এখনও এফ.এ কাপের ফাইনাল এবং চ্যাম্পিয়ন্স লিগে খেলা বাকি তাদের।