ওজন কমানো থেকে হজম শক্তি বাড়ানো, লকডাউন ফিটনেসে এবার হিট অ্যালোভেরা
‘ঘৃতকুমারী’ নামটা কি চেনা চেনা লাগছে? আছা যদি ‘অ্যালোভেরা’ বলি, তাহলে নিশ্চয়ই চিনতে পারবেন। হ্যা ঠিকই ধরেছেন ক্যাকটাস বা ফণীমনসা জাতীয় উদ্ভিত এটি। এখন অনেকের বাড়িতেই অ্যালোভেরা গাছ দেখা যায়। এর হাজারো গুণ। ত্বকের উজ্জল্ল থেকে শরীরের নানা সমস্যার সবেতেই অ্যালোভেরার জুড়ি মেলা ভার। নিয়মিত অ্যালোভেরার জুস খেলে এই ৮ টি সমস্যাকে খুব সহজেই দূরে রাখা যাবে।
| Published : Jun 24 2021, 02:25 PM IST
- FB
- TW
- Linkdin
ডায়াবেটিস প্রতিরোধে করে –
অ্যালোভেরার জুশ রক্তে গ্লুকোজের পরিমাণ কমিয়ে আনে ও শরীরে রক্ত সঞ্চালন ঠিক রাখে। যদি ডায়াবেটিস এর শুরুর দিকে নিয়মিত অ্যালোভেরা জুশ খাওয়া হয়, তাহলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে।
হজম শক্তি বাড়ায় –
হজম শক্তি বৃদ্ধিতে অ্যালোভেরার জুরি মেলা ভার। এর অ্যান্টি- ইনফ্লামেটরি উপাদান পাকস্থলী ঠাণ্ডা রাখে এবং গ্যাসের সমস্যা দূর করে। আবার এই অ্যালোভেরা ডাইরিয়া রোগর বিরুধেও দারুন কাজ করে।
চুলের পুষ্টি বৃদ্ধি করে –
চুলের শুকনো ভাব দূর করতে অ্যালোভেরা জেল খুবই উপকারী। এর অ্যান্টি ব্যাকটেরিয়াল ও অ্যান্টি ফাংগাল উপাদান চুল পড়া ও খুস্কির সমস্যা দূর করতে সাহায্য করে।
ওজন কমায় –
অ্যালোভেরার জুস ওজন কমাতে বেশ কার্যকরী। এর অ্যান্টি- ইনফ্লামেটরি উপাদান শরীরের জমে থাকা মেদ দূর করে। তাই ওজন কমাতে নিয়মিত অ্যালোভেরার জুস খেতে পারেন।
ত্বকের যত্নে –
অ্যালোভেরার মধ্যে থাকা উপাদান খুব সহজেই ত্বকের ইনফেকশন দূর করে। এর পাশাপাশি ব্রণ হওয়ার প্রবনতাও অনেকাংশে কমিয়ে দেয়।
দাঁতের ক্ষয় রোধ করে –
দাঁত এবং মাড়িতে ব্যাথার সমস্যা থাকলে, অ্যালোভেরার জুস খুবই উপকারী। এছাড়াও দাঁতের ক্ষয় রোধে অ্যালোভেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
ক্লান্তি দূর করে –
দেহের দুর্বলতা দূর করতে অ্যালোভেরার জুস খুবই কার্যকরী। নিয়মিত অ্যালোভেরার জুস খেলে শরীরের ক্লান্তি দূর হয়। এতে শরীর সতেজ থাকে।
হার্টকে ভালো রাখে –
অ্যালোভেরার জুস শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। এটি আবার ব্লাড প্রেসারকে নিয়ন্ত্রণ করে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখতে সাহায্য করে। এর পাশাপাশি রক্তে অক্সিজেন বহন করার ক্ষমতাকেও বাড়ায়। যার ফলে দীর্ঘদিন আপনার হার্ট ভালো থাকে।