সর্বনাশ, মলদ্বার দিয়ে ঝরঝরিয়ে রক্ত পড়ছে, মারাত্মক কঠিন রোগে আক্রান্ত হওয়ার আগে সাবধান
First Published Feb 17, 2021, 8:04 PM IST
টয়লেটে গেলেই মলদ্বার দিয়ে রক্ত পড়ছে। এই রোগে এখন অনেকেই আক্রান্ত হচ্ছেন। বিশেষ করে নিয়মিত মলদ্বার দিয়ে প্রতিনিয়ত রক্তপাত জটিল রোগের লক্ষণ। যেমন আলসার, কোলোরেক্টাল ক্যান্সারের মতো জটিল রোগের লক্ষণ এই মলদ্বারে রক্তপাত। বেশ কিছুদিন এই লক্ষণ দেখলেই ডাক্তারের পরামর্শ নিন জরুরি।

পাইলস হলেই মলদ্বার দিয়ে রক্তক্ষরণের সাধারণ কারণ। হেমোরয়েডস মলদ্বারে ফুলে যায় শিরাগুলি। স্টুলিংয়ের সময় উত্তেজনা, গর্ভাবস্থা, পায়ুপথে মাত্রাতিরিক্ত সহবাস, স্থূলত্ব এর প্রধান কারণ।

ফিস্টুলা হলেও পায়ুপথে রক্তক্ষরণ হয়। মলদ্বারের ভিতরে ছোট ছোট গ্রন্থি থাকে যা মলকে বেরোতে সাহায্য করে। এই গ্রন্থিগুলি সংক্রামিত হলেই তাকে ফিস্টুলা বলা হয়।

প্রচন্ড রক্তপাত হলেই ডাক্তারের পরামর্শ নিন। এছাড়াও অন্ত্রের গতিতে রক্ত দেখতে পেলেই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

প্রচন্ড রক্তপাত হলেই ডাক্তারের পরামর্শ নিন। এছাড়াও অন্ত্রের গতিতে রক্ত দেখতে পেলেই ডাক্তারের পরামর্শ নেওয়া জরুরি।

মলদ্বারে রক্তপাত হলে কোলোরেক্টাল ক্যান্সার হওয়ারও সম্ভাবনা থাকে। নিয়মমতো পরীক্ষা করে নেওয়া ভীষণ জরুরি।
Today's Poll
অভিভাবক হিসাবে আপনার সন্তানের জন্য অনলাইনে কোন ক্লাসের এডুকেশনাল কনটেন্ট পেতে চান ?