MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • এই মুহূর্তের খবর
  • ভারত
  • পশ্চিমবঙ্গ
  • বিনোদন
  • ব্যবসা
  • লাইফ স্টাইল
  • ফোটো
  • ভিডিও
  • জ্যোতিষ
  • বিশ্বের খবর
  • Home
  • India News
  • লকডাউনের কারণে বন্ধ হওয়ার পথে বহু রেস্তোরাঁ, ছাঁটাই শুরু সুইগি -জোমাটোতে

লকডাউনের কারণে বন্ধ হওয়ার পথে বহু রেস্তোরাঁ, ছাঁটাই শুরু সুইগি -জোমাটোতে

গত ২৫ মার্চ থেকে দেশজুড়ে লকডাউন চলছে। এর জেরে দেশের আর্থিক বৃদ্ধি কার্যত তলানিতে। আর তাই লকডাউনের জেরে বিভিন্ন বেসরকারি সংস্থা ইতিমধ্যে কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটতে শুরু করেছে। এই তালিকায় এবার সংযোজন হল সুইগির নাম। । প্রায় ১১০০ কর্মীকে ছাঁটাই করা হচ্ছে বলে অনলাইন ফুড ডেলিভারি সংস্থা সুইগির তরফে জানানো হয়েছে। এর আগে, কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে জোমাটোর মতো সংস্থাও। এরমধ্যেই আরও ভয়ঙ্কর খবর শোনা যাচ্ছে। লকডাউনের প্রভাবে বন্ধ হতে পারে ৩০% রেস্তরাঁ।

3 Min read
Asianet News Bangla
Published : May 19 2020, 01:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
115

জোমাটো এবং উবারের পর এবার চাকরি হারাতে চলেছেন প্রায় ১১০০ সুইগি কর্মী। সংস্থার তরফে প্রকাশিত একটি বিবৃতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, করোনা মহামারীর কারণে বিশাল ক্ষতির মুখে পড়তে হয়েছে সংস্থাকে। ফলে আগামী কয়েকদিনের মধ্যে ছাঁটাই করা হবে ১১০০ কর্মীকে।
 

215

সুইগির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও শ্রীহর্ষ মাজেতি প্রত্যেক কর্মীকে ইমেইল করে জানিয়েছেন, ‘আজ সুইগির জন্যে খুবই দুঃখের দিন। ইচ্ছা না থাকলেও বাধ্য হয়ে আমাদের ডাউনসাইজিং শুরু করতে হচ্ছে। আগামী কয়েকদিনে বিভিন্ন শহরে নানা পদে এবং স্তরে কর্মরত প্রায় ১১০০ কর্মীকে বিদায় জানাতে হবে। কোভিডের প্রভাব আগামীদিনে ডেলিভারি ব্যবসা এবং ডিজিটাল কমার্সে কীভাবে পড়তে চলেছে তা এখনও স্পষ্ট নয়। ধোঁয়াশা দীর্ঘদিন থেকে যাবে। এমন অবস্থায় আমাদের এই পদক্ষেপ করতেই হচ্ছে। আরও বড় কোনও ধাক্কা খাওয়ার আগে সংস্থার খরচ যতটা সম্ভব কমিয়ে ফেলতে হবে।’ 

315

শ্রীহর্ষ মাজেতি আরও বলেন, করোনার জন্যে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ক্লাউড কিচেন ব্যবসায়। ফলে অনেক কিচেনই সাময়িক বা পাকাপাকিভাবে বন্ধ করে দিতে হয়েছে।

415

একই অভিজ্ঞতা হয়েছে জোমাটো সংস্থার কর্মীদেরও। ইতোমধ্যে ১৩ শতাংশ কর্মী ছাঁটাই করেছে এই সংস্থা। যেসেব কর্মীদের কাজ থাকছে তাঁদের ৫০ শতাংশ বেতন কাটবে জোমাটো।

515

কর্মীদের উদ্দেশে জোমাটো-র প্রতিষ্ঠাতা এবং সিইও দীপিন্দর গোয়েল লিখেছেন, "বিগত কয়েক মাসে ব্যবসার বিশেষ কিছু দিকে আমূল পরিবর্তন হয়েছে। আর এই পরিবর্তন স্থায়ী হতে চলেছে পরবর্তীতেও। ম্যানেজমেন্ট যেখানে জোমাটো-কে আরও কেন্দ্রীভূত করতে চাইছে, সেখানে দেখা যাচ্ছে অনেক কর্মীরই বেশি কাজ নেই।"

615

গত ১৪ মে জুম অ্যাপে ভিডিয়ো কলের মাধ্যমে উবার সংস্থা ৩,৭০০ কর্মীকে জানিয়ে দেয়, পরের দিন থেকে আর সংস্থার তাঁদের প্রয়োজন নেই। সেই কলের সময়সীমা ছিল মাত্র তিন মিনিট।

715

করোনা ভাইরাস এর দাপটে পশ্চিমবঙ্গের ৪০  হাজার রেস্তোরাঁ এবং ২০ হাজার হোটেল বিপন্ন হতে চলেছে। বহু ব্যবসায় ঝাঁপ ফেলে দিতে হবে বলে জানাচ্ছে পশ্চিমবঙ্গ রেস্তোরাঁ ও হোটেল ব্যাবসায়ী সংগঠন। 

815

লকডাউনের শুরু থেকে বন্ধ হোটেল, রেস্তোরাঁ ও পানশালাগুলি কবে খুলবে, তা কারও কাছে পরিষ্কার নয়। ফলে এখানে কর্মরত কয়েক হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। আগামী দিনে এই কর্মীদের চাকরি থাকবে কি না, নিশ্চিত করে কেউ বলতে পারছেন না।
 

915

কিছু কিছু রেস্তোরাঁ অনলাইন সার্ভিস এর মাধ্যমে অস্তিত্ব বজায় রাখলেও এস্টাব্লিশমেন্ট খরচই উঠছে না। লকডাউন উঠে গেলেও মানুষ কতটা বাইরে খাবে, কতটা ইটিং আউট এর ব্যাপারটা চালু থাকবে তাই নিয়ে সন্দিহান ব্যবসায়ীরা।

1015

তথ্য বলছে, একেবারে ভেন্টিলেশনে হোটেল-রেস্তরাঁ শিল্প। সেখান থেকে বের হওয়া বেশ শক্ত। দেশজোড়া লকডাউনে পর্যটন ব্যবসার মতোই ক্ষতি হয়েছে এই ব্যবসায়ও। ছোট, বড়, মাঝারি হোটেল থেকে হালফিলের রেস্তরাঁ, বার, ক্যাফে বা পাব, ক্ষতির বোঝা সামলে কতজন ব্যবসায় ফিরবেন তা নিয়ে সংশয়ে হোটেল ব্যবসায়ীরাই।

1115

মালিকদের দাবি, এই মহামারী কাটানোর পর মানুষের হাতে টাকা স্বাভাবিকভাবেই কমে আসবে। ফলে এতদিন যাঁরা হোটেল-রেস্তরাঁয় নিয়ম করে খেয়ে বেড়াতেন, তাঁরাও খরচে লাগাম টানবেন। লোকে কেনাকাটা, বেড়ানো, সবই যেমন কমাবেন, তেমনই কমাবেন রেস্তরাঁয় খাওয়াদাওয়াও। অথচ ক্রেতার আশায় দোকান সাজিয়ে বসতে হবে তাঁদের। কিন্তু দিনের পর দিন তো কেউ ক্ষতির বহর বাড়াবেন না। ফলে ঝাঁপ বন্ধ হয়ে যেতে পারে যে কোনও দিন।

1215

জানা গিয়েছে, রাজ্যে ছোট, বড়, মাঝারি মিলিয়ে প্রায় ৪৫ থেকে ৫০ হাজার রেস্তরাঁ এবং বার রয়েছে। আর হোটেল রয়েছে ২৫ থেকে ৩০ হাজার। এছাড়াও রয়েছে আরও রাস্তার ছোটখাটো রেস্তরাঁ। সেগুলো এই তালিকায় নেই। হোটেল মালিকদের বক্তব্য, আগামী কয়েক মাস এমনিতেই কাস্টমার কমে যাবে। বিক্রিবাটাও হবে না। কিন্তু কর্মীদের মাইনে থেকে এসটাব্লিশমেন্ট কস্ট বাড়তেই থাকবে। ফলে একটা সময়ের পর রেস্তরাঁ বা ক্যাফে চালানো অসম্ভব হয়ে দাঁড়াবে।

1315

টাকা খরচ করার প্রবৃত্তি অনেকটাই কেড়ে নেবে লকডাউন। কমবে শপিং মল, রেস্তরাঁয় যাওয়া। হোটেল মালিকদের দাবি, লকডাউন শেষে অন্তত ৩০ শতাংশ মাঝারি হোটেল-রেস্তরাঁ বন্ধ হয়ে যেতে পারে। ভবিষ্যতে তাঁরা ব্যবসায় ফিরবেন কি না সন্দেহ। হোটেল অ্যাসোসিয়েশনও বিষয়টি নিয়ে বেশ চিন্তিত।

1415

কলকাতার স্ট্রিট ফুড ভারত সেরার মর্যাদা পেয়েছে। কিন্তু লকডাউনের কারণে রোল থেকে শুরু করে তেলেভাজা, ফুচকার ভবিষ্যৎও অনিশ্চিত।

1515

এদিকে মুখ্যমন্ত্রী নবান্নে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, চতুর্থদফার লকডাউনে দূরত্ববিধি মেনে হোটেল খোলায় সম্মতি দিলেও রেস্তোরাঁ বন্ধ থাকবে।

About the Author

AN
Asianet News Bangla

Latest Videos
Recommended Stories
Recommended image1
জেনে নিন আজ শহরের ডিজেল ও পেট্রোলের দাম কত
Recommended image2
Now Playing
Iqra Choudhary : 'তোষণের নামে মুসলিমদের টার্গেট করা হচ্ছে' সংসদে ইকরা চৌধুরীর হুঙ্কার!
Recommended image3
8th pay Commission: ১৮ হাজার থেকে বেড়ে ৫১,৪৮০ টাকা? বেতন ও পেনশন নিয়ে সংশয় কাটাল কেন্দ্র
Recommended image4
Now Playing
সংসদে ওয়াইসি ধামাকা! কী এমন বললেন ওয়াইসি?, করতালিতে ফেটে পড়ল সংসদ
Recommended image5
Today live News: আইপিএল ২০২৬ - কুইন্টন ডি ককের নাটকীয় প্রবেশ, নিলামের জন্য ৩৫০ জনের নাম চূড়ান্ত
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved