করোনাভাইরাস-জনতা কার্ফু-লকডাউন-নিউনর্মাল, ফিরে দেখা মহামারির এক বছরে ভারতের চালচিত্র
First Published Dec 31, 2020, 3:33 PM IST
দেখতে একবছর পার হতে চলল মহামারির। গত বছর ঠিক এই দিনে চিনের উহান শহরে প্রথম করোনা আক্রান্তের নাম নথিভুক্ত হয়েছিল। তারপর ক্রমেই তা ছড়িয়ে পড়ে গোটা বিশ্বে। মহামারির আঁচ পড়েছে এই দেশও। গত ২৫ মার্চ থেকে গোটা দেশ করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। কিন্তু এখনও পুরোপুরি সংকট কাটিয়ে উঠতে পারেনি। ফিরে দেখুন করোনার সঙ্গে লড়াইর সেই দিনগুলি।

জানুয়ারি
বছরের প্রথম দিকে ভারতে তেমন ভাবে আঁচ পড়েনি করোনাভাইরাসের। কিন্তু ৩০ জানুয়ারি প্রথম এই দেশে করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গিয়েছিল। আক্রান্ত ছিলেন কেরলের ত্রিশুরের বাসিন্দা। ৩১ জানুয়া বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে করোনাভাইরাস নিয়ে সতর্ক করা হয়।

ফেব্রুয়ারি
আক্রান্তের সংখ্যা ছিল মাত্র তিন।সকলেই ছিলেন কেরলের বাসিন্দা। এই মাসেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের নতুন নামকরণ করে সার্স কভ২। বা কোভিড ১৯। এই মাসেই ভারত সফর করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের মোদী বিরোধীরা সরব হয়েছিল জমায়েত থেকে আরও ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন