ফ্রান্সের মাটিতে শস্ত্র পুজো রাজনাথের, দেখুন ভারতের প্রথম রাফাল জেটের অদেখা কিছু ছবি
দশেরার দিন ভারত হাতে পেয়েছে প্রথম রাফাল যুদ্ধ বিমানটি। রীতি মেনে বিদেশের মাটিতেই শস্ত্র পুজো করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ২০২০ সালরে মে মাসের মধ্যে ৪টি রাফাল জেট ভারতে পাঠাবে প্রস্তুতকারী সংস্থা দাসো। ৩৬টি রাফাল জেট ২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে ভারতে চলে আসবে বলে আশা করা হচ্ছে।
18

২০২০ সালরে মে মাসের মধ্যে ৪টি রাফাল জেট ভারতে পাঠাবে প্রস্তুতকারী সংস্থা দাসো।
28
ফরাসি প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
38
রীতি মেনে শস্ত্র পুজো রাজনাথ সিং-এর।
48
রাফালে উঠে নারকেল ফাটালেন রাজনাথ।
58
দশেরার দিন ভারত হাতে পেয়েছে প্রথম রাফাল যুদ্ধ বিমান।
68
রাফাল থেকে নেমে এসেছেন রাজনাথ সিং।
78
২০২২ সালের সেপ্টেম্বরের মধ্যে ৩৬টি রাফাল জেট ভারতে আসবে।
88
রাফাল জেটের বিশাল ইঞ্জিন।
Latest Videos