- Home
- India News
- ঠাকুমার ভুল স্বীকার করলেন নাতি, রাহুল গান্ধী বলেন জরুরি অবস্থা ছিল ইন্দিরার ভুল সিদ্ধান্ত
ঠাকুমার ভুল স্বীকার করলেন নাতি, রাহুল গান্ধী বলেন জরুরি অবস্থা ছিল ইন্দিরার ভুল সিদ্ধান্ত
- FB
- TW
- Linkdin
ঠাকুমার সিদ্ধান্ত পুরোপুরি ভুল ছিল। জরুরি অবস্থা জারির প্রায় ৪৫ বছরেরও বেশি সময় সময় তা স্বীকার করে নিলেন কোনও কংগ্রেস নেতা। সবকিছু ছাড়িয়ে তিনি গান্ধী পরিবারের সদস্য ও ইন্দিরা গান্ধীর নাতি রাহুল গান্ধী। প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ১৯৭৫-৭৭ সাল পর্যন্ত দেশে জরুরি অবস্থা জারি করেছিল। মঙ্গলবার কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে রাহুল গান্ধী জরুরি অবস্থা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন সে সময় যা ঘটেছিল তা সম্পূর্ণ ভুল ছিল।
রাহুল গান্ধী বলেন জরুরি অবস্থার সময় সাংবিধানিক অধিকার ও নাগরিক স্বাধীনতা স্থগিত করা হয়েছিল। সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। দেশের প্রথম সারির অনেক নেতাকেই জেলবন্দি করা হয়েছিল। যা বর্তমান সময়ের থেকে সম্পূর্ণ আলাদা।
রাহুল গান্ধী বলেন, তিনি মনে করেন এটি ভুল সিদ্ধান্ত ছিল। পরবর্তীকালে আমার ঠাকুমাও একাধিকবার একথা স্বীকার করেছিলেন। কংগ্রেস কোনও ভাবেই প্রতিষ্ঠানিক কাঠামো দখলের কোনও চেষ্টা করেনি।
কর্নেল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতিবিদ কৌশিক বসুর সঙ্গে কথোপকথেনর সময় একথা বলেছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি আরও বলেন প্রতিষ্ঠানিক কাঠামো নষ্ট করার কোনও ইচ্ছে কংগ্রেসের কোনও দিন ছিল না। কংগ্রেস কোনও দিনও ভনিতা করে না বলেও জানিয়েছেন রাহুল গান্ধী।
রাহুল গান্ধী মনে করেন সেই সময়ের জরুরি অবস্থার থেকে বর্তমান সয়মের অনেকটাই পার্থক্য রয়েছে। বর্তমানে বিজেপি ও আরএসএস-এর আদর্শে দিক্ষীতদেরও প্রতিষ্ঠানের শীর্ষ বসানো হয়েছে। সুতরাং বিজেপিকে ভোটে হারালেও প্রতিষ্ঠানগুলিকে গেরুয়া মুক্ত করা খুব একটা সহজ নয়।
রাহুল গান্ধী আরও বলেন প্রতিষ্ঠানিক ভারসাম্য বজায় রাখাই আধুনিক গণতন্ত্রের পরিচয়। প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্র ও স্বাধীনভাবে কাজ করবে এটাই নিয়ম হওয়া উচিৎ। কিন্তু আরএসএস এই স্বাধীনতার উপর আঘাত করেছেন বলেও অভিযোগ করেন রাহুল গান্ধী। কথা প্রসঙ্গে তিনি মধ্যপ্রদেশের কথাও উত্থাপন করেন। তিনি বলেন মধ্যপ্রদেশের ক্ষমতাচূত্য মুখ্যমন্ত্রী কমলনাথ তাঁকে বলেছিলেন, আরএসএস অনুগত আমলারা কেউই তাঁর কথা শুনছে না।
বর্তমানে প্রতিষ্ঠানিক স্বাধীনতার উপর আঘাত করছে আরএসএস। এই অভিযোগ তুলে রাহুল গান্ধী বলেন, সুকৌশলে নির্দিষ্ট পদ্ধতি অনুসরণ করে স্বাধীনতা খর্ব করা হচ্ছে। ভারতীয় গণতন্ত্রের শ্বাসরোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
ক্ষমতায় আসার পর থেকেই বিজেপি নেতা মন্ত্রীরা জরুরি অবস্থা নিয়ে তীব্র সমালোচনা করেছে কংগ্রেস। যা নিয়ে কংগ্রেসের মধ্যে অস্বস্তি ছিল। কিন্তু বিজেপির জমানায় সেই অস্বস্তি আরও বেড়েছিল। কিন্তু এই প্রথম রাহুল গান্ধী ঠাকুমার ভুল স্বীকার করে নিলেন।