- Home
- India News
- রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা থেকে লালকেল্লায় ভাষণ, ছবিতে দেখুন প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবস পালন
রাজঘাটে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধা থেকে লালকেল্লায় ভাষণ, ছবিতে দেখুন প্রধানমন্ত্রীর স্বাধীনতা দিবস পালন
- FB
- TW
- Linkdin
করোনা আবহে দেশের ৭৪ তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। লাল কেল্লা থেকে সপ্তম বারের জন্য জাতির উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
করোনার সময়েই দেশকে আত্মনির্ভর হয়ে ওঠার বার্তা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। জাতীয় উদ্দেশে ভাষণে সেই আত্মনির্ভর ভারতের ওপরেই জোর দেন প্রধানমন্ত্রী।
সকালে প্রধানমন্ত্রী দেশবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইট করেন। তিনি লেখেন, স্বাধীনতা দিবসে দেশবাসীকে শুভকামনা।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শুরুর আগে রাজঘাটে জাতির জনক মহাত্মা গাঁন্ধীকে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী।
সকাল ৭.০৬ টা নাগাদ রাজঘাটে পৌঁছন প্রধানমন্ত্রী। ৮ মিনিট সেখানে থাকার পর ৭.১৪ টায় লালকেল্লার উদ্দেশে রওনা দেন মোদী।
লালকেল্লায় পৌঁছন সকাল ৭.১৮ টায়। সাড়ে সাতটায় জাতীয় পতাকা উত্তোলনের পর জাতির উদ্দেশে তাঁর ভাষণ শুরু করেন।
পতাকা উত্তোলনের আগে তাঁকে জানানো হয় গার্ড অফ অনার।
৭টা ২৮ মিনিটে জাতীয় পতাকা উত্তোলন৷ তারপর জাতির উদ্দেশ্যে ভাষণ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের চতুর্থ প্রধানমন্ত্রী যিনি টানা সাতবার স্বাধীনতা দিবসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন৷
স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণ করেন মোদী। সেই সঙ্গে নিরাপত্তা সুনিশ্চিত করতে সেনা, আধা সেনা ও পুলিশ সব সুরক্ষা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা নিবেদন করেন।
করোনা যোদ্ধাদের সম্মান জানানোর পাশাপাশি আত্মনির্ভর ভারতের বিষয়ে জোর দেন প্রধানমন্ত্রী।
অনুষ্ঠানে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, প্রতিরক্ষা সচিব-সহ দিল্লি প্রশাসনের বিশিষ্টরা।
করোনাভাইরাস অতিমারীর আবহে এবার স্বাধীনতা দিবসের মূল অনুষ্ঠান কিছুটা অন্যরকম ছিল। ৮০০-র পরিবর্তে ১০০ অতিথির ওপরে বসার ব্যবস্থা ছিল।
করোনা সংক্রান্ত প্রোটোকল মেনেই এবারর স্বাধীনতা দিবস পালনের অনুষ্ঠান আয়োজন। এ জন্য লালকেল্লায় উপস্থিত সকলের মাস্ক পরা আবশ্যক ছিল।
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে আমন্ত্রিত ৪ হাজার অতিথি। তবে সংক্রমণ রুখতে সামাজিক দূরত্ব বজায় রাখা-সহ অন্যান্য বিধি কড়া ভাবেই মানা হয়েছে এ দিনের অনুষ্ঠানে।