রতন টাটার জীবনে প্রেম এসেছিল একবারই, কেন বিয়ে করলেন না ভারতের অন্যতম সফল শিল্পপতি
First Published Dec 28, 2020, 2:15 PM IST
ভারতের অন্যতম সফল ব্যবসায়ী রতন টাটা। সোমবার (২৮ ডিসেম্বর) তিনি ৮৩ বছর বয়সে পা দিলেন। এই বয়সেও তিনি সুপুরুষের আদর্শ উদাহরণ। আর তাঁর যৌবনে তো চাইলে টেক্কা দিতে পারতেন যে কোনও বলিউডি নায়ককে। এমন এক সফল সুপুরুষ কেন অবিবাহিত রয়ে গেলেন? জীবনে কি কখনও প্রেম আসেনি তাঁর? 'হিউম্যানস অফ বোম্বাই' ফেসবুক পেজ-কে দেওয়া এক সাক্ষাত্কারে রতন টাটা জানিয়েছেন, জীবনে একবারই তিনি প্রেমে পড়েছিলেন এবং 'প্রায় বিয়েও করে ফেলেছিলেন'। কী ঘটেছিল, আসুন জেনে নেওয়া যাক -

রতন নাভাল টাটার জন্ম ১৯৩৭ সালে, গুজরাতের সুরাট শহরে। শৈশবটা সপরিবারে হইহই করে কাটলেও তাঁর যখন দশ বছর বয়স, তখনই বিবাহ বিচ্ছেদ হয়েছিল তাঁর বাবা-মা, নাভাল এবং সুনি টাটা-র। তারপর থেকে তিনি ও তাঁর ভাই বেড়ে উঠেছিলেন তাঁদের ঠাকুমার তত্ত্বাবধানে।

রতন টাটা জানিয়েছেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাঁদের দুই ভাইকে গ্রীষ্মের ছুটিতে লন্ডনে নিয়ে গিয়েছিলেন তাঁদের ঠাকুমা। আর সেখানে তাঁর হাতেই তৈরি হয়েছিল ভারতের অন্যতম সফল ব্যবসায়ীর মূল্যবোধ। রতন টাটা জানিয়েছেন, ঠাকুমাই তাঁদের শিখিয়েছিলেন, 'সবকিছুর ঊর্ধ্বে মর্যাদাবোধ', যা এখনও তাঁর মনে গেঁথে আছে।
Today's Poll
একসঙ্গে কতজন প্লেয়ারের সঙ্গে খেলতে পছন্দ করেন