প্রিয়জনদের সঙ্গে দেখা করে দেহ রাখলেন বিশ্বেশ্ব তীর্থ স্বামী, দেশ জুড়ে শোকের ছায়া
- স্বামীজিকে প্রথমেই উডুপির একটি হাসপাতালে ভর্তি করা হয়
- দেখা করতে উডুপি গিয়েছিলেন, বিজেপি নেত্রী উমা ভারতী
- পরে হাসপাতাল থেকে ফিরে আসেন, নিজের প্রিয় মঠে
- সেখানেই রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি
| Published : Dec 29 2019, 01:37 PM IST
প্রিয়জনদের সঙ্গে দেখা করে দেহ রাখলেন বিশ্বেশ্ব তীর্থ স্বামী, দেশ জুড়ে শোকের ছায়া
Share this Photo Gallery
- FB
- TW
- Linkdin
16
কর্নাটকের উডুপিতে অবস্থিত আস্থা মঠগুলির অন্যতম পেজাওয়ার মঠের প্রধান ছিলেন, বিশ্বেশ্ব তীর্থ স্বামী।
26
স্বামীজির শারীরিক অবনতীর কথা জানতে পেরে, উডুপি গিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেত্রী উমা ভারতী।ইতিমধ্যেই কর্নাটকের মুখ্যমন্ত্রী বি এস ইয়েদুরাপ্পা বেঙ্গালুরু থেকে উডুপির উদ্দেশে রওনা হয়ে গিয়েছেন। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় স্বামীজির শেষকৃত্ব সম্পন্ন করা হবে।
36
সাধু ও দর্শনার্থীরা বিশ্বেশ্ব তীর্থ স্বামীর দ্রুত পুনরুদ্ধারের জন্য বিশেষ প্রার্থনা করেছিলেন। কিন্তু শেষ অবধি তিনি ভক্তকূলকে রেখে চলে গেলেন।
46
১৯৮৮ সালে মাত্র ৮ বছর বয়সে বিশ্বেশ্ব তীর্থ স্বামীকে সন্ন্যাসের ব্রত দেওয়া হয়েছিল।
56
কর্নাটকের হাসপাতাল থেকে নিজের প্রিয় মঠে ফিরে আসতে চাইছিলেন বিশ্বেশ্ব তীর্থ স্বামী। তারপর তাঁকে মঠে ফিরিয়ে আনা হলে, সেখানে তিনি প্রিয়জনদের সঙ্গে দেখা করেন। তারপরেই তিনি দেহত্যাগ করেন।
66
বিশ্বেশ্ব তীর্থ স্বামী দেশের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিশেষ আলাপচারিতায় ব্য়স্ত।